× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কুড়িগ্রাম-৪ /তৃণমূল বিএনপির আস্থা চান আবু হানিফা

বাংলারজমিন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৮, সোমবার

বাড়ছে উত্তাপ, চারদিকে চলছে আলোচনার ঝড়। কে পাচ্ছে ধানের শীষ, কেবা চড়বে নৌকায়। আর এই দুই মার্কার জন্যই চলছে সমর্থকদের দৌড়ঝাঁপ। সেই প্রতিযোগিতায় থেমে নেই চিলমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক জনপ্রাণ প্রকাশক, চিলমারী প্রেস ক্লাবের উপদেষ্টা সদস্য ও নয়ারহাট ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সহসভাপতি আবু হানিফা। তিনি এবারে একাদশ জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে লড়তে চান। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি না আসায় এখানে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হন জাতীয় পার্টি (জেপি) প্রার্থী রুহুল আমিন। এ আসনে মোট ভোটার দুইলাখ ৮৯ হাজার ১১২ জন। এ ছাড়াও রয়েছে নদীর এপাড় ওপাড়।
তিন উপজেলাতেই বিএনপি জোটের শক্ত অবস্থান রয়েছে। এ ছাড়া ব্যক্তি ইমেজ ও একজন আদর্শবান ব্যক্তি হিসেবে ধানের শীষ নিয়ে আবু হানিফা চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনকল্যাণে কাজ করছেন। তার ব্যক্তি ইমেজ ও তিন উপজেলার মধ্যবর্তী বাসিন্দা হওয়ার সুবাদে চরাঞ্চলের মানুষের সঙ্গে গভীর সর্ম্পক থাকায় তিনি ধানের শীষ পেলে এই আসন থেকে জয়লাভ করবেন বলেও ধারণা বিভিন্ন স্তরের জনগণের। আবু হানিফা জানান, আমার বাড়ি এমন একস্থানে যা তিন উপজেলার মধ্যবর্তী এলাকায়। এ ছাড়াও তিনটি উপজেলায় আমার চলাফেরা ও পরিচিতি আছে এবং ধানের শীষ নিয়ে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তাই জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পেলে আসনটি বিএনপিকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ এবং বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে তিনি ভোটের লড়াইয়ে নামতে চান। তিন উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি। এ ছাড়াও এই আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন চিলমারী উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. বারী সরকার, রাজীবপুর উপজেলা বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, মমতাজ হোসেন লিপি, বেসরকারি সংস্থা আরএসডিএর প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী পরিচালক ইমান আলী প্রমুখের নাম শোনা যাচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর