× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বিচারের সঙ্গে সম্পৃক্ত শিশুর নাম-পরিচয় প্রকাশ বন্ধে রিট

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৯ নভেম্বর ২০১৮, সোমবার

শিশু আদালতে বিচারাধীন কোনো মামলায় বিচারের সঙ্গে সম্পৃক্ত কোনো শিশুর নাম, ছবি, ঠিকানাসহ তার ব্যক্তিগত পরিচিতি সংবাদ মাধ্যমে প্রকাশ বন্ধে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইয়্যেদুল হক সুমন গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন। সাংবাদিকদের তিনি জানান, সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে রিটটি শুনানির জন্য কার্যতালিকায় আসতে পারে। তিনি জানান, শিশু আইন, ২০১৩ এর ২৮ ধারা অনুযায়ী শিশু অপরাধীর নাম, ঠিকানা, ছবিসহ তার পরিচিতি সংবাদপত্র, ম্যাগাজিন বা যেকোনো সংবাদ মাধ্যমে প্রচার ও প্রকাশ বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না- এ মর্মে রুল চাওয়া হয়েছে রিটে। রিট আবেদনে আইন সচিব, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, আইন-আদালত-মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদককে বিবাদী করা হয়েছে। আইনজীবী সৈয়দ সাইয়্যেদুল হক সুমন বলেন, শিশু আইন (২০১৩)-এর ২৮ ধারা অনুযায়ী কোনো সংবাদ মাধ্যম বা কেউ শিশু আদালতে বিচারাধীন বা বিচারের সঙ্গে সংশ্লিষ্ট কোনো শিশুর নাম, ঠিকানা, ছবি, পরিচিতি প্রচার বা প্রকাশ করতে পারবে না। আর সংশ্লিষ্ট শিশুর এমন কোনো বর্ণনাও প্রচার-প্রকাশ করা যাবে না, যাতে বিচারের সঙ্গে সংশ্লিষ্ট শিশুর পরিচিতি স্পষ্ট হয়ে ওঠে। যদি তা করা হয় তাহলে এটি হবে এই আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
কিন্তু সম্প্রতি ডেইলি স্টার পত্রিকায় এ ধরনের একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যাতে সংশ্লিষ্ট শিশুর পরিচিতি ছাপা হয়েছে। যা সমীচীন হয়নি। তিনি বলেন, আইন অনুযায়ী শিশুর পরিচিতি তুলে ধরতে হলে, শিশু আদালতের অনুমতি নেয়ার বাধ্যবাধকতা রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর