× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

শহিদুল আলমের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
১৯ নভেম্বর ২০১৮, সোমবার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ড. শহিদুল আলমকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন বলেন, ‘শহিদুল আলমের জামিন স্থগিত চেয়ে রোববার রাষ্ট্রপক্ষ আবেদন করেছে। চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হবে।’ এর আগে শহিদুল আলমের জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত ১৫ই নভেম্বর বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় উস্কানিমূলক গুজব ছড়ানোর অভিযোগে গত ৫ই আগস্ট দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে ধানমণ্ডির বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ৬ই আগস্ট তাকে সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

এর আগে গত ১১ই সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস শহিদুল আলমের জামিন আবেদন নাকচ করেন। পরে আইনজীবীদের মাধ্যমে হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি।
শুনানি নিয়ে গত ৭ই অক্টোবর এক আদেশে শহিদুল আলমকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এরপর রুলের শুনানি শুরু হয়। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময়ে বিদেশি টিভি চ্যানেল আল জাজিরায় প্রচারিত শহিদুল আলমের বক্তব্য ও ফেসবুক লাইভে প্রচারিত বক্তব্যের ফুটেজ গত ২৯শে অক্টোবর এক আদেশে রাষ্ট্রপক্ষের কাছে চান ওই বেঞ্চ। পরে আদালতে তা জমা দেয়া হয়। শুনানি নিয়ে গত ১লা নভেম্বর হাইকোর্টের ওই বেঞ্চ এক আদেশে শহিদুল আলমের জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন। এর আগে গত ৪ঠা সেপ্টেম্বর শহিদুল আলমের জামিন শুনানি নিতে বিব্রতবোধ করেন হাইকোর্টের একটি বেঞ্চ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর