× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০১৮, সোমবার

রোমাঞ্চকর এ জয়ে ইউয়েফা নেশন্স লীগের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার ‘এ’ লীগের গ্রুপ-৪ এর ম্যাচটি ২-১ গোলে জেতে ইংল্যান্ড। আন্দ্রে ক্রামারিচের গোলে পিছিয়ে পড়ার পর জেসে লিনগার্ডেও গোলে সমতায় ফেরে দলটি। শেষে জয়সূচক গোলটি করেন অধিনায়ক হ্যারি কেইন। রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে এই ব্যবধানেই ক্রোয়েশিয়ার কাছে হেরেছিল ইংলিশরা। প্রতিশোধ নেয়া জয়ে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হলো তারা। আর এই হারে ‘বি’ লিগে অবনমন হয়ে গেল ক্রোয়াটদের। এদিন ম্যাচের ৫৭তম মিনিটে ওয়েম্বলিকে স্তব্ধ করে এগিয়ে যায় ক্রোয়াটরা।
দারুণ এক পাল্টা আক্রমণে সতীর্থের কাটব্যাক ডি-বক্সে মাঝ বরাবর পেয়ে ঘিরে থাকা ডিফেন্ডারদের কাটিয়ে শট নেন ক্রামারিচ। সামনে থাকা মিডফিল্ডার এরিক ডায়ারের পায়ে লেগে সামান্য দিক পাল্টে বল জালে জড়ায়। ৭৩তম মিনিটে ডেলফেকে বসিয়ে লিনগার্ডকে নামান কোচ। মাঠে নামার পাঁচ মিনিট পরেই দলকে সমতায় ফেরান তিনি। সতীর্থেও হেডে বল পেয়ে ঠিকমতো শট নিতে পারেননি কেইন। গোলরক্ষকের পায়ে লেগে বল চলে যায় গোলমুখে, ছুটে এসে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার। ১-১ ড্রয়ে ম্যাচ শেষ হলে ‘বি’ লিগে নেমে যেত ইংল্যান্ড। তবে সমতায় ফিরে উজ্জীবিত দলটি ৮৫তম মিনিটে পেয়ে যায় দ্বিতীয় গোল। বাঁ দিকের সাইডলাইনের কাছ থেকে চিলওয়েলের নেয়া ফ্রি-কিকে বল ছোট ডি-বক্সের মুখে পেয়ে শুয়ে পড়ে নেয়া শটে গোল করেন কেইন। চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার উপরে ইংল্যান্ড। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্পেন। আর অবনমন হওয়া ক্রোয়েশিয়ার পয়েন্ট ৪। ‘এ’ লিগের চার গ্রুপের সেরা চার দল নিয়ে আগামী বছর জুনে হবে টুর্নামেন্টের শিরোপা লড়াই। গ্রুপ-৩ থেকে আগেই শেষ চার নিশ্চিত করেছে পর্তুগাল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর