× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বেলজিয়ামকে উড়িয়ে শেষ চারে সুইজারল্যান্ড

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০১৮, সোমবার

একটি পয়েন্ট হলেই চলতো। সেখানে শুরুতেই দুই গোলে এগিয়ে গিয়ে সেমিফাইনালে খেলার  জোর সম্ভাবনা জাগিয়েছিল বেলজিয়াম। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ালো সুইজারল্যান্ড। হারিস সেফেরোভিচের হ্যাটট্রিকে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটিকে উড়িয়ে ইউয়েফা নেশন্স লীগের শেষ চারে জায়গা করে নিল সুইসরা। ঘরের মাঠে রোববার রাতে ৫-২ গোলে জেতে  ‘এ’ লিগের গ্রুপ-২ এর শীর্ষস্থান নিশ্চিত করে সুইজারল্যান্ড। অক্টোবরে প্রথম লেগে বেলজিয়ামের মাঠে ২-১ গোলে হেরেছিল রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় খেলা দলটি। এডেন হ্যাজার্ডেও ছোট ভাই তোরগ্যান হ্যাজার্ডেও গোলে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বেলজিয়াম। ১৭তম মিনিটে পাল্টা আক্রমণে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন বরুশিয়া মনশেনগ্লাডবাখের এই ফরোয়ার্ড।
এরপর শুধুই স্বাগতিকদের ঘুরে দাঁড়ানোর গল্প। ২৬তম মিনিটে স্পট কিকে ব্যবধান কমান এসি মিলান ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেস। ৩১তম মিনিটে কাছ থেকে জোরালো শটে দলকে সমতায় ফেরান সেফেরোভিচ। ৪৪তম মিনিটে সেফেরোভিচের প্রথম ছোঁয়ায় নেয়া জোরালো শটে ৩-২এ এগিয়ে থেকে বিরতিতে যায় সুইজারল্যান্ড। এই স্কোরলাইনে হারলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শেষ চারে উঠতো বেলজিয়াম। কিন্তু বাকি সময়ে আরো দুই গোল খেয়ে বসে দলটি। ৬২তম মিনিটে কাছ থেকে হেডে ব্যবধান বাড়ান নিকো এলভেদি। আর ৮৪তম মিনিটে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি জয় নিশ্চিত করেন বেনফিকার ফরোয়ার্ড সেফেরোভিচ। শেষ দিকে এডেন হ্যাজার্ডের শট ক্রসবারে লাগলে আর ম্যাচে ফেরা হয়নি বেলজিয়ামের। চার ম্যাচে তিনটি করে জয়ে বেলজিয়াম ও সুইজারল্যান্ডের পয়েন্ট সমান ৯ করে। তবে মুখোমুখি লড়াইয়ে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সুইসরা। কোনো পয়েন্ট না পাওয়া আইসল্যান্ডের আগেই ‘বি’ লিগে অবনমন নিশ্চিত হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর