× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

নেই তারা আজ কোনো খবরে

বিনোদন

গ্রন্থনা : বিনোদন বিভাগ
২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার

একসময় গান নিয়ে তারা ছিলেন প্রচণ্ড ব্যস্ত। ছিলেন আলোচনায়ও। কিন্তু এখন তারা অনিয়মিত। আর এ কারণে কোনো খবরেও নেই তারা। এ তালিকায় যারা আছেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন মামুন। ২০০২ সালে ‘রূপের মাইয়া’ শিরোনামে একটি গান প্রকাশ হয় সিলেটের এই শিল্পীর। তার গাওয়া গানটি কিছুদিনের মধ্যেই সারা দেশে ছড়িয়ে পড়ে। এর সঙ্গে ছড়িয়ে পড়ে মামুনের নাম।
লোকগানের এই শিল্পীর শুরুটা ছিল বাংলাদেশ বেতারে গান করার মধ্য দিয়ে। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, মামুনের গাওয়া ‘রূপের মাইয়া’ গানের ক্যাসেট ৪০ লাখ বিক্রি হয়। এরপর আরো কয়েকটি একক গানের অ্যালবাম প্রকাশ হলেও তা প্রথম সাফল্যকে ছাড়াতে পারেনি। মামুন এখন বেশির ভাগ সময় থাকেন লন্ডনে। ২০০৫ সালে রিয়্যালিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মধ্য দিয়ে গানের জগতে আসেন জামালপুরের ছেলে নোলক বাবু। বরেণ্য শিল্পী বারী সিদ্দিকীর গাওয়া ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘শোয়াচান পাখি’ গান দুটি গেয়ে নিজেকে চিনিয়ে দেন তিনি। দর্শকের ভালোবাসা আর বিচারকের রায়ে চ্যাম্পিয়ন হন এই শিল্পী। এরপর নোলকের গাওয়া ‘চালচুলোহীন স্বপ্ন’ গানটি দর্শকপ্রিয়তা পায়। কিন্তু ব্যক্তিজীবনের লাগামহীন চলাচলের কারণে এরপর ছন্দপতন হয় তার। পরে নতুন কিছু গান নিয়ে ব্যস্ত হলেও নোলককে আর আগের মতো নিয়মিত পাওয়া যায় না। নোলকের পাশাপাশি একই বছর গানের জগতে আবির্ভাব মাহাদীর। ‘সুনীল বরুণা’ শিরোনামের গান গেয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন এই গায়ক। এরপর ‘হৃদয়ের ঝড়ে’, ‘নিঝুম রাত’, ‘ভোরের শিশির’সহ আরো কয়েকটি গানে মাহাদী তার প্রতিভার স্বাক্ষর রাখেন। এই গায়ক এখন গানের জগতে খুবই অনিয়মিত। কারণটা তার নিজেরও অজানা। তবে জানা গেছে অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবে তিনি এখন চাকরি করছেন। ‘ক্লোজআপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় ‘মা’ গানটি গেয়ে সবার বাহবা কুড়ান চট্টগ্রামের ছেলে রাশেদ। শওকত আলী ইমনের সুর ও সংগীতে এ শিল্পীর গাওয়া গানটি আজো দর্শক হৃদয়ে নাড়া দেয়। এক যুগ আগে যে গান দিয়ে দর্শক হৃদয় জয় করেছিলেন সেই রাশেদ আজ কোনো আলোচনায় নেই। নতুন গানেও পাওয়া যায় না তাকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর