× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বছরের শেষ ম্যাচে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার

রাশিয়া বিশ্বকাপের পর টানা পাঁচটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ জিতে উড়ছে নেইমারের ব্রাজিল। অন্যদিকে, মিশ্র অভিজ্ঞতা নেয় মেসিবিহীন আর্জেন্টিনা। আজ বছরের শেষ ম্যাচে মাঠে নামছে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি। ইংল্যান্ড সফরে উরুগুয়েকে হারানোর পর ক্যামেরুনের মুখোমুখি হচ্ছে সেলেসাওরা। রাত দেড়টায় খেলা শুরু হবে। আর নিজ মাঠে মেক্সিকোর বিপক্ষে টানা দুই জয়ের লক্ষ্যে চোখ রাখছে আর্জেন্টিনা। ম্যান্ডোজার মালভিনাস আর্জেন্টিনাস স্টেডিয়ামে আগামীকাল সকাল ৬টায় খেলা শুরু হবে। সূচি অনুযায়ী, এ বছর ব্রাজিল ও আর্জেন্টিনার এটাই শেষ ম্যাচ।
গত শনিবার করদোভার মারিও ক্যাম্পেস স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয় কুড়ায় আলবিসেলেস্তেরা। আর লন্ডনের ওয়েম্বলিতে নেইমারের পেনাল্টি গোলে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারায় ব্রাজিল। ক্যামেরুনের বিপক্ষে পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে চারজয়ের বিপরীতে একবার হারের অভিজ্ঞতা নেয় ব্রাজিল। সবশেষ ২০১৪ বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে ক্যামেরুনকে ৪-১ গোলে হারায় ব্রাজিল। তার আগের সাক্ষাতে ২০০৩ ফিফা কনফেডারেশন্স কাপের গ্রুপপর্বে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলের জয় কুড়ায় ক্যামেরুন। ৩৩ বারের দেখায় আর্জেন্টিনা ও মেক্সিকোর দুইদলই সমান ১৪ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে। ড্র হয় পাঁচ ম্যাচ। ২০১৮ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্র সফরে স্বাগতিকদের ২-০ ও এল সালভাদরকে ৫-০ গোলে বিধ্বস্ত করে লিওনার্দো বাচ্চি তিতের ব্রাজিল। আর বিশ্বকাপ ব্যর্থতার তরুণদের ‘নতুন আর্জেন্টিনা দল’ গড়েন ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনি। মেসি-আগুয়েরো-ডি মারিয়াদের ছাড়া নতুন চ্যালেঞ্জের সূচনা গুয়েতেমালার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে। পরের ম্যাচেই কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র দেখেন দিবালা-ইকার্দিরা। এরপর সৌদি আরবে যায় ব্রাজিল-আর্জেন্টিনা। স্বাগতিক সৌদি আরবকে ২-০ গোলে ব্রাজিল ও ইরাককে ৪-০ গোলে উড়িয়ে দেয় স্কালোনির শিষ্যরা। জেদ্দায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে (১-০) ইনজুরি সময়ের গোলে জয় কুড়ায় পূর্ণ শক্তির ব্রাজিল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর