× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আত্মবিশ্বাস বেড়েছে মিঠুনের

খেলা

স্পোর্টস রিপোর্টার
২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার


ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন সীমিত ওভারের ক্রিকেটে। ওয়ানডে দলে শুরুটা ভালো না হলেও সর্ব শেষ এশিয়া কাপ ও জিম্বাবুয়ের বিপক্ষে তার ওপর আস্থার প্রতিদান দেন তিনি। এরপরই তিনি ডাক পান টেস্ট দলে। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে সুযোগ পাননি একাদশে। তবে নাজমুল হোসেন শান্তর ব্যর্থতায় দ্বিতীয় টেস্টে জায়গা হয় তার। কিন্তু শুরুটা ছিল ভীষণ বাজে। প্রথম ইনিংসে ফেরেন শূন্য রানে।
কিন্তু তাতে ভেঙে পড়েননি। নিজেকে প্রমাণ করেছেন দ্বিতীয় ইনিংসে। টেস্ট ক্যারিয়ারের অভিষেকেই তুলে নিয়েছেন ফিফটি। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তার সামনে বড় চ্যালেঞ্জ ধারাবাহিকতা ধরে রাখার। মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী তিনি। প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষের বোলারদের ভালোভাবেই দেখে নিয়েছেন। তাতে বেড়েছে লড়াই করার আত্মবিশ্বাস। গতকাল দিন শেষে মিঠুন বলেন, ‘ওদের (ওয়েস্ট ইন্ডিজ) বোলারদের খেলার সুযোগ হয়েছে, অবশ্যই ওদের সম্পর্কে একটা ধারণা হয়েছে। এতটুকুই আমাকে পরের ম্যাচে সাহায্য করবে।’
এই বছর টাইগারদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচয়ে বড় লজ্জার ব্যাটিং ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সফরে সাকিব আল হাসানের দল প্রথম টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে গুটিয়ে গিয়েছিল। সেই টেস্টে কোনো ইনিংসেই টাইগাররা দুশ ছুঁতে পারেনি। ক্যারিবীয় পেস বোলারদের সামনে যেন দাঁড়াতেই পারেনি দল। এবার দেশের মাঠে সেই শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচদের মুখোমুখি হতে হবে। পারবে কি বাংলাদেশ এবার ব্যাটিং লজ্জা থেকে বের হতে? তবে ঘরের মাঠ ও নিজেদের চেনা উইকেটে এমনটা হবে না বলেই বিশ্বাস মিঠুনের। তিনি বলেন, ‘উইন্ডিজের পেস বোলার তো অবশ্যই ভালো। ওদের পেস বোলিং আক্রমণ নিয়ে কোনো প্রশ্ন নেই। ওরা অবশ্যই বিশ্বমানের বোলার। হয়তো উইকেটের কারণে আমরা অনেক সহজেই সামলেছি। উইকেটের ওপর অনেক কিছু করে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর