× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

জকোভিচকে হারিয়ে জাভেরেভের ‘প্রথম’ শিরোপা

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার

বছরের শেষ টেনিস টুর্নামেন্ট এটিপি ট্যুর ফাইনালসের শিরোপা জিতলেন আলেকজান্ডার জাভেরেভ। সার্বিয়ান তারকা নোভাক জকোভিচকে সরাসরি সেটে হারিয়ে আসরে প্রথমবারের মতো এই শিরোপা জেতেন তিনি। আর ২১ বছর বয়সী প্রতিযোগীর এটিই প্রথম কোনো বড় আসরের শিরোপা। রোববার লন্ডনে ৭৯ মিনিটের এই ম্যাচে জাভেরেভ জেতেন ৬-৩, ৬-৪ গেমে। জাভেরেভ এই প্রতিযোগিতায় অংশ নেন তৃতীয় বাছাই হিসেবে। যেখানে শীর্ষ বাছাই হিসেবে খেলেন জকোভিচ, যিনি এই প্রতিযোগিতার পাঁচবারের শিরোপা জয়ী। গ্রুপপর্বে জকোভিচের কাছে হারলেও সেমিতে উন্মুক্ত যুগের সেরা টেনিস তারকা রজার ফেদেরারকে হারান জাভেরেভ। এ নিয়ে পর পর দুই আসরের ফাইনালে এসে হার দেখলেন জকোভিচ।
গত মাসে প্যারিস মাস্টার্স কাপ টেনিসের ফাইনালে বিশ্বের ১৮ নম্বর বাছাই রুশ তারকা ক্যারেন কাচনভের কাছে শিরোপা খোয়ান এই সার্বিয়ান। রোববার জকোভিচকে হারিয়ে শিরোপা জয়ের পর দারুণ রোমাঞ্চিত জাভেরেভ বলেন, এটা অবিশ্বাস্য। আমি সত্যিই অনেক খুশি। অবশ্যই এখন পর্যন্ত জেতা আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার এটা। আজ আমি যেভাবে খেলেছি এবং জিতেছি তা সত্যিই বিস্ময়কর। এদিকে হারলেও জাভেরেভের প্রশংসায় পঞ্চমুখ নোভাক জকোভিচ। তিনি বলেন, নিঃসন্দেহে গ্রুপ পর্বের চেয়ে অনেক ভালো খেলেছো তুমি। এই পুরস্কারের জন্য তুমিই যোগ্য। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এটিপি ট্যুর ফাইনালসের এক আসরে রজার ফেদেরার ও নোভাক জকোভিচকে হারানোর কৃতিত্ব দেখালেন জাভেরেভ। এ ছাড়া ১৮ বছর পর প্রথম খেলোয়াড় হিসেবে আসরের সেমিফাইনাল ও ফাইনালে শীর্ষ দুই বাছাইকে হারানোর কীর্তি গড়লেন এই জার্মান তরুণ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর