× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার , ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শওয়াল ১৪৪৫ হিঃ

যুক্তরাষ্ট্র প্রবাসী স্ত্রীকে লাইভে রেখে স্বামীর আত্মহত্যা

দেশ বিদেশ

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার

ভিডিও কলে আমেরিকা প্রবাসী স্ত্রী পান্নাকে লাইভে রেখে স্বামী আল মনসুর মিশুর আত্মহননের ঘটনায় ফেঞ্চুগঞ্জে তোলপাড় শুরু হয়েছে। কি এমন কথা বলেছিলেন স্ত্রী যার ফলে মিশু পৃথিবীর মায়া ত্যাগ করতে বাধ্য হলেন। এমন প্রশ্ন সবার মুখে মুখে। নিহতের হাতে থাকা মোবাইল ফোনের পেটার্ন লক খোললেই অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। ফোনটি থানা পুলিশ সিআইডিতে প্রেরণ করেছে।  বৃহস্পতিবার গভীর রাতে ফেঞ্চুগঞ্জের হৃদয়বিদারক এই ঘটনায় সর্বত্র শোক বইছে।

সরজমিন নিহতের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের সাথে আলাপ করে জানা যায়, পরিবারের বড় ছেলে আল মনসুর মিশু গত বছর কুয়েত থেকে দেশে ফিরে উভয় পরিবারের সম্মতিতে আপন খালার ভাশুরের মেয়ে  ফেঞ্চুগঞ্জের নারায়ণপুর গ্রামের জয়দু মিয়ার মেয়ে পান্নার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের এক মাস পরই পান্না আমেরিকায় চলে যায়। নিহতের ছোট ভাই হুমায়ুন আহমেদ জানান, ঘটনার দিন তিনি তার মা’কে নিয়ে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে ছিলেন।
ওইদিন রাত ৩টায় পান্না বেগম আমেরিকার মিশিগান থেকে তার ছোটভাই হারুনের মোবাইলে ফোন দিয়ে জানায়, তোমার ভাইয়ের মোবাইল বন্ধ কেন, তাকে ডেকে দাও। হারুন মিশুর কক্ষে এসে দরজা বন্ধ দেখে পান্নাকে জানায় ভাইয়া সম্ভবত ঘুমাচ্ছে। তখন ওপাশ থেকে পান্না বলে না তুমি তাকে ডাকো প্রয়োজনে দরজা ভেঙে ফেল। ভাবী পান্নার এমন কথায় হারুন চমকে উঠে কারণ জিজ্ঞেস করতে করতে বাড়ির ভেতর দিয়ে মিশুর কক্ষে প্রবেশ করেই চিৎকার দিয়ে ওঠে। ওই সময় হারুন মিশুকে সিলিং ফ্যানের সঙ্গে পান্নার ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পায়।

মিশুর কানে হেড ফোন ছাড়াও মোবাইলটি হাতেই ছিল। হুমায়ুন জানান, গত কিছুদিন থেকেই তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। পান্নার পরিবার তাদের কাছ থেকে বিয়ের মোহরানা বাবদ নগদ ১০ লাখ টাকা নেয়ার পর গত ২ মাস আগে স্বর্ণ বাবদ আরো ৫ লাখ টাকা নিয়েছে। তিনি জানান,  এসব ব্যাপারে তাদের মধ্যে মনোমালিন্য প্রায়ই দেখা দিত। কিছুদিন আগে পান্না মিশুকে ছেড়ে দেয়ার হুমকি দিলে মিশু তখন মরে যাবে বলে জানিয়েছিল। পারিবারিক অপর একটি সূত্র  মিশিগানের পান্নার ঘনিষ্ঠজনের বরাত দিয়ে জানান, ঘটনার পর পর পান্না তাকে জানায়, আমি ভাবতে পারিনি মিশু এভাবে আমাকে ইমোতে লাইভে রেখে আত্মহত্যা করবে।

ওই সূত্রটি জানায়, ঘটনার দিন আল মনসুর মিশু আত্মহত্যার আগে অজু করে পান্নাকে বলে আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। আর আত্মহত্যার পুরো চিত্রটি পান্না সরাসরি আবলোকন করে। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভোররাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। লাশের সুরত হালের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। ওই ফোনটির লক খুলতে এবং তাতে সংরক্ষিত সব রেকর্ড যথাযথ পাওয়ার জন্য মোবাইল ফোন সিআইডিতে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, মোবাইলে ফোনে মিশু আত্মহত্যার পেছনে যদি ওই মেয়েটি কিংবা কারো উস্কানি বা প্ররোচনার প্রমাণ পাওয়া যায় তবে তা ওই ঘটনায় থানায় দায়েরকৃত ইউডি মামলাটি মার্ডার কিংবা অন্যান্য ধারার মামলায় রূপান্তরিত করতে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর