× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

পঞ্চগড়-১ / আওয়ামী লীগে বিদ্রোহের সুর

এক্সক্লুসিভ

পঞ্চগড় প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৮, বুধবার

মনোনয়নকে ঘিরে পঞ্চগড় জেলা আওয়ামী লীগে চরম অস্বস্তি, অসন্তোষ ও বিদ্রোহ দেখা দিয়েছে। পঞ্চগড় ১ আসনের বর্তমান সংসদ সদস্য নাজমুল হক প্রধানকে এবার আওয়ামী লীগ তথা মহাজোটের মনোনয়ন দেয়া হচ্ছে এমন খবরে মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান পক্ষের হতাশাগ্রস্ত ও ক্ষুব্ধ নেতাকর্মীরা তার বিরুদ্ধে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করেছে। গত সোমবার রাতে পঞ্চগড় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, আইন বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাবুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা শরিফ হোসেন, আওয়ামী লীগ নেতা মোখলেছার রহমান মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, সবচেয়ে জনপ্রিয় নেতাকে দলের মনোনয়ন দেয়া হবে। এদিক থেকে সকল জরিপে এগিয়ে রয়েছেন মজাহারুল হক প্রধান। আমরা আশা করছি নেত্রী তাকে মনোনয়ন দিয়ে সকল পর্যায়ের নেতাকর্মীদের অনুভূতি ও আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করবেন।
মজাহারুল হক প্রধান এবার দলের মনোনয়ন পাবার প্রত্যাশায় দীর্ঘদিন থেকে প্রস্তুতিমূলক কার্যক্রমের মাধ্যমে সকল পর্যায়ের নেতাকর্মীদের সংগঠিত করাসহ শক্ত অবস্থান গড়ে তুলেছেন। তার পক্ষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে। আওয়ামী লীগ ছাড়া ১৪ দলীয় জোট অথবা মহাজোটের অন্য কোনো দলের প্রার্থীকে মনোনয়ন দিলে এই আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হবে এটা নিশ্চিত। তিনি বলেন, সংসদ সদস্য নাজমুল হক প্রধান রাজনীতিতে দেওলিয়া ও একজন সুবিধাভোগী দুর্নীতিবাজ ব্যক্তি। ৫ বছরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তার কোনো সমন্বয়, সম্পর্ক ও যোগাযোগ ছিল না। আমরা তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে ধিক্কার জানাচ্ছি। তাকে নৌকার মাঝি বা মনোনয়ন দেয়া হলে নিশ্চিত বিপুল ভোটের ব্যবধানে পরাজয় বরণ করবেন। বিএনপির প্রার্থীকে হারিয়ে আসনটি আওয়ামী লীগের দখলে রাখতে হলে মজাহারুল হক প্রধানের বিকল্প নেই।

জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিক বলেন, গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মজাহারুল হক প্রধানকে মনোনয়ন প্রত্যাহার করে নিতে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে প্রত্যাহার করে নিয়েছিলেন। আমরা চাই এবার যেন মহাজোটের প্রার্থী হিসেবে অন্য কোনো দলের প্রার্থীকে মনোনয়ন না দেয়া হয়। এই আসনটি আওয়ামী লীগকে উপহার দিতে পারে একমাত্র মজাহারুল হক প্রধান।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্বাস আলী বলেন, আমরা জেনেছি পঞ্চগড়-১ আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী দেয়া হচ্ছে। তাই এখানে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া বিকল্প নেই। আমরা মনে করি কেন্দ্র সঠিক সিদ্ধান্ত নিবে। পঞ্চগড়ে জাসদের সমর্থক দুই শতাংশ আর জাতীয় পার্টির সমর্থক ১০ শতাংশ। এবার প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির সঙ্গে। আমরা চাই যে ব্যক্তিটি আওয়ামী লীগের জন্য কাজ করে আসছে এবং পঞ্চগড়-১ আসনটি আওয়ামী লীগকে উপহার দিতে পারবে তাকেই মনোনয়ন দেয়া হোক। গত পাঁচ বছর এই আসনে আমাদের দলীয় সংসদ সদস্য না থাকায় আমরা বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত হয়েছি।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর