× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

এবার টিভিতে খবর পড়বে রোবট!

তথ্য প্রযুক্তি

অনলাইন ডেস্ক
২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার

দেখতে হুবুহু মানুষের মতোই। আর কথাও বলবে যে কোন সংবাদক পাঠকের ভঙ্গিতেই। কিন্তু দুঃখের ব্যাপার হলো, সেসবই মুখ ভার করে পড়া হবে। তবে আনন্দের সংবাদ দেবে হেসেই। দেখে একদম বোঝাই যাবে না যে এটা মানুষ নয়।

মানুষের মতো দেখতে রোবট এবার খবর পড়বে। চীনে ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে রোবট সংবাদ পাঠক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর প্রযুক্তির মাধ্যমে কাজ করবে এই সংবাদ পাঠক।

চীনের ঝিংহুয়া সংবাদসংস্থা ও সে দেশের সার্চ ইঞ্জিন কোম্পানি সোগোউ যৌথ ভাবে তৈরি করেছে পৃথিবীর প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা চালিত সংবাদ পাঠক। বিশ্ব ইন্টারনেট সম্মেলনে এমন দু’টি সংবাদ পাঠককে প্রকাশ্যে আনা হয়েছে ।

‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ ও ‘ঝিংহুয়া’-এর প্রতিবেদন অনুযায়ী, এই সংবাদ পাঠকরা টিভি চ্যানেল চালানোর খরচ অনেক কমিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। কারণ, এরা ২৪ ঘণ্টাই কাজ করতে পারবে। তাছাড়া খুব দ্রুতই ব্রেকিং নিউজ পড়তে পারবে।
এই দুই সংবাদ পাঠককে চীনা ও ইংরেজি ভাষায় খবর পড়ার জন্য তৈরি করা হয়েছে। অনলাইন ও টিভি সব জায়গায়ই এরা খবর পাঠ করবে।

সম্মেলনে যখন রোবটদ্বয়কে প্রকাশ্যে আনা হয়, তখন এক রোবট বলেন, ‘আমাকে একজন সংবাদ পাঠকের ক্লোন হিসেবে তৈরি করা হয়েছে। আমাকে টেলিভিশনের সংবাদ পরিবেশনা শেখানো হয়েছে। আমাকে লেখা সামনে দিয়ে দিলে আমি টেলিভিশনের সঞ্চালকদের মতো করেই খবর পড়তে পারি।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর