× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

চট্টগ্রামে বাস চাপায় স্কুল ছাত্রসহ নিহত ২

অনলাইন

চট্টগ্রাম প্রতিনিধি
(৫ বছর আগে) নভেম্বর ২০, ২০১৮, মঙ্গলবার, ৭:৩৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম মহানগরীর কর্ণেল হাট ও সাতকানিয়া উপজেলায় পৃথক দুটি বাস চাপায় মো. তাওহিদ নামে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এক ঘন্টার ব্যবধানে এই দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত তাওহিদ (১২) সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আফজল নগর গ্রামের মাহমুদুল হকের ছেলে। সে ছদাহা কেওচিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

অপরজন হলেন, হাটহাজারী উপজেলার কাটিরহাট গ্রামের মৃত আমির আহমেদের ছেলে মো. জাহাঙ্গীর (২৮)। সে একটি প্রসাধনী কো¤পানির সেলসম্যান। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আনা হয়েছে।

নিহতদের স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দুপুর ২টার দিকে টিফিন ছুটিতে স্কুলের গেইটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাওহিদকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত জাহাঙ্গীর দুপুর সোয়া ১টার দিকে নগরীর কর্নেলহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত জাহাঙ্গীরকে চমকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর