× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

নতুন রূপে ডলি

বিনোদন

ফয়সাল রাব্বিকীন
২১ নভেম্বর ২০১৮, বুধবার

এবার নতুন রূপে আসছেন ডলি সায়ন্তনি। সম্প্রতি এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শিল্পী তার বাছাইকৃত পুরনো জনপ্রিয় গানই নতুনভাবে, নতুন আয়োজনে ও সাজে প্রকাশ করতে যাচ্ছেন। এসব জনপ্রিয় গান থেকে ১০টি ভিডিও আকারে প্রকাশ করবেন। এরই মধ্যে দুটি গানের কাজ শেষও করেছেন। গান দুটি হচ্ছে- ‘শ্যাম তুমি লীলা বোঝো’ ও ‘বুড়ি হইলাম তোর কারণে’। নতুন করে গান দুটির সংগীতায়োজন করেছেন যথাক্রমে পার্থ মজুমদার ও মীর সাব্বির। শুধু তাই নয়, নতুন করে এ গানগুলোর ভিডিওতেও অংশ নেবেন ডলি।
সপ্তাহ খানেকের মধ্যে রেকর্ডকৃত দুটি গানের শুটিং করতে কক্সবাজার যাচ্ছেন এ শিল্পী। জাতীয় নির্বাচনের আগেই ভিডিওর কাজ সম্পন্ন করবেন বলে জানিয়েছেন। তবে, পুরো প্রজেক্টটি প্রকাশ করবেন নির্বাচনের পরেই। কিন্তু হঠাৎ করে নতুন গান না করে পুরনো গান এভাবে নতুন করে প্রকাশের সিদ্ধান্ত কেন? উত্তরে ডলি সায়ন্তনি বলেন, এর জন্য আসলে আমার পুরো টিমকে (মিউজিশিয়ান) কৃতিত্ব দেবো। তাদের পরামর্শ থেকেই মূলত এ সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে লিড গিটারিস্ট এমিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ, আমার এ উদ্যোগের শুরু থেকে এখনো পর্যন্ত নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে সে। আর আমারও মনে হয়েছে চলতি প্রজন্মের কাছে আমার আগের জনপ্রিয় গানগুলো নতুন সংগীতায়োজনে উপস্থাপন করা উচিত। তাদের কাছে যেন গানগুলো পৌঁছাতে পারি, সেজন্য এ উদ্যোগ নিয়েছি। আরেকটি বিষয় হচ্ছে, গানগুলো ব্যবসায়িক চিন্তা থেকে করছি না। আমার জনপ্রিয় গানগুলোকে একত্রে সংরক্ষণ করার চিন্তা থেকেও এমনটা করা। এজন্য গানগুলো আমার নামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করবো। এখানে কিছু চমকও থাকবে। আশা করছি শ্রোতা-দর্শক ভালো কিছুই পাবেন এরমধ্যে। এখন মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? ডলি বলেন, এখন অবস্থা মোটামুটি। তবে, আগের মতো অবস্থাতো নেই। আগে একটি উৎসবে বিভিন্ন শিল্পীর শত শত গানের অ্যালবাম প্রকাশ হতো। একটা উৎসব উৎসব অবস্থা তৈরি হতো আগে থেকে। শিল্পীরাও অপেক্ষায় থাকতেন উৎসবে নিজেদের নতুন গান প্রকাশের। অন্যদিকে, শ্রোতারাও পছন্দের শিল্পীর গানের অ্যালবামের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন। আগে বলতে গেলে ঈদ কিংবা অন্য উৎসবগুলোর মূল আকর্ষণই ছিল নতুন অ্যালবাম। এখনতো অ্যালবাম প্রকাশের চলই উঠে যাচ্ছে। সিঙ্গেল প্রকাশ হচ্ছে কেবল। ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। সব মিলিয়ে আগের মতো আর জমজমাট নেই গানের বাজারের অবস্থা। তাছাড়া যেহেতু এখন সিঙ্গেল প্রকাশ হচ্ছে অ্যালবামের পরিবর্তে, তাই সংখ্যায়ও গান কম প্রকাশ হচ্ছে। তবে, যদি একটা নিয়মের মধ্যে ডিজিটালি গান প্রকাশটাকে আনা যায় তাহলে হয়তো গানের অবস্থা ভালোর দিকে যাবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর