× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রেস পাস পুনর্বহাল সাংবাদিক অ্যাকস্টারের

এক্সক্লুসিভ

মানবজমিন ডেস্ক
২১ নভেম্বর ২০১৮, বুধবার

টেলিভিশন চ্যানেল সিএনএন-এর হোয়াইট হাউস প্রতিনিধি জিম অ্যাকস্টারের প্রেস ক্রেডেনশিয়াল (প্রেস পাস) পুনর্বহাল করেছে কর্তৃপক্ষ। আদালতের পক্ষ থেকে জিম অ্যাকস্টারের প্রেস পাস পুনর্বহাল করার নির্দেশ দিলে তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এর আগে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রামেপর সঙ্গে বাকবিতণ্ডার জের ধরে তার হোয়াইট হাউসে প্রবেশাধিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আদালতের নির্দেশের পর সোমবার ওই নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয়া হয়। জানানো হয়, প্রেসিডেন্টের ভবিষ্যৎ সংবাদ সম্মেলনের কিছু নিয়মকানুন।
এর মধ্যে রয়েছে- একজন সাংবাদিকের শুধু একটি প্রশ্ন করার অনুমতি থাকবে। এরপর ফলোআপ প্রশ্ন করতে হলে তাকে প্রেসিডেন্ট এবং হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ কথা জানিয়ে দেয়া হয়েছে অ্যাকস্টারকে।
ভবিষ্যতে অ্যাকস্টার নতুন এ নিয়ম না মানলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে। এ ছাড়া সাংবাদিকরা যদি ভদ্র আচরণ না করেন, তাহলে প্রেসিডেন্ট ট্রামপ সংবাদ সম্মেলন ছেড়ে চলে যাবেন বলেও জানানো হয়েছে। হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফেরত পাওয়া এবং প্রেস পাস পুনর্বহালের ঘোষণার পর জিম অ্যাকস্টার জানান, তিনি হোয়াইট হাউসে প্রবেশের অপেক্ষায় ছিলেন। এর আগে গত ৮ই নভেম্বর এক সংবাদ সম্মেলন চলাকালে জিম অ্যাকস্টার এক প্রশ্নের প্রেক্ষিতে হোয়াইট হাউসের একজন ইন্টার্ন তার মাইক্রোফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন। ওই ঘটনার পর প্রেসিডেন্ট ট্রামপ তাকে ঔদ্ধত্য ও ভয়ানক ব্যক্তি বলে অভিহিত করেন। একদিন পর হোয়াইট হাউসে তার প্রবেশাধিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ। সিএনএন-এর পক্ষ থেকে অ্যাকস্টারের হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফেরত পাবার জন্য একটি মামলা করা হয়। শুক্রবারের এক শুনানিতে বিচারক বলেন, অ্যাকস্টারকে প্রত্যাহারের কারণ হিসেবে প্রশাসন যথেষ্ট কারণ দর্শাতে পারে নি। তাই হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে যোগ দেয়ার অধিকার আছে তার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর