× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কমলগঞ্জে পিএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের বসার ব্যবস্থা করলেন রাজু

বাংলারজমিন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৮, বুধবার

মানুষের সমস্যার কথা শুনলে বা দেখলেই পাশে দাঁড়ান নিয়াজ মুর্শেদ রাজু। কমলগঞ্জের পৌর এলাকার পানিশালা গ্রামের এ তরুণ মানুষের সুখ-দুঃখে নিজেকে অকাতরে বিলিয়ে দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এবার মহতি উদ্যোগে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন তরুণ এ সমাজসেবক। চলমান পিএসসি পরীক্ষা চলাকালে অভিভাবকদের বসার জায়গা করে দিয়ে মানবকল্যাণে এ বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন রাজু।
কমলগঞ্জে চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ( পিএসসি)তে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে আসা কয়েকশ অভিভাবকদের বসার জায়গা করে দিলেন তিনি। গত ১৮ই নভেম্বর থেকে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ( পিএসসি)। কমলগঞ্জে চলা পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের বাবা-মা তাদের সন্তানদের কেন্দ্রে নিয়ে আসেন। পরীক্ষা চলাকালীন সময় শিক্ষার্থীর অভিভাবকরা কেন্দ্রের সামনে ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেন। পরীক্ষাকেন্দ্রের পাশেই হলো রাজুর বাড়ি।
অভিভাবকদের এ কষ্ট দেখে রাজু তার পুকুর পাড়ে ভাড়ায় বিশাল সামিয়ানা টাঙিয়ে কয়েক শ’ চেয়ার দিয়ে তাদের বসার জায়গা কওে দেন। অভিভাবকদের বসার জায়গা করে দেয়ায় অভিভাবকদের পাশাপাশি মহতি এ কাজে রাজু প্রশংসা কুড়িয়েছে সব মহলে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর