× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বিস্ময়করভাবে ইন্টারপোলের প্রেসিডেন্ট কিম জং-ইয়াং

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) নভেম্বর ২১, ২০১৮, বুধবার, ৩:১৯ পূর্বাহ্ন

 বিস্ময়করভাবে রাশিয়ার শক্তিমান প্রতিদ্বন্দ্বী আলেক্সান্দার প্রোকোপচুক’কে পরাজিত করে আন্তর্জাতিক পুলিশি তদন্ত সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার কিম জং-ইয়াং। এ প্রতিদ্বন্দ্বিতায় প্রোকোপচুক জিতে যাবেন সবাই এমনটাই নিশ্চিত ছিলেন। কিন্তু ঘটে গেছে তার উল্টো। তবে প্রোকোপচুকের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশি এই সংস্থাকে গ্রেপ্তারি পরোয়ানা জারির ব্যবস্থাকে যেনতেনভাবে ব্যবহার করেছেন বলে অভিযোগ আছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
দুবাইতে ইন্টারপোলের ১৯৪ সদস্য রাষ্ট্রের বার্ষিক সম্মেলন হয়েছে। সেখানে এর পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কিম জং-ইয়াং। তিনি আলেক্সান্দার প্রোকোপচুককে পরাজিত করলেও উদ্বেগ রয়েছে।
মনে করা হচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সমালোচকদের টার্গেট করতে ইন্টারপোলকে ব্যবহার করতে পারেন প্রোকোপচুক। তাকে নির্বাচিত না করায় মস্কো প্রতিক্রিয়া দিয়েছে। তারা মনে করছে, রাশিয়ার প্রার্থীকে পরাজিত করতে অন্য রকম প্রচারণা চালানো হয়েছি। উল্লেখ্য, সেপ্টেম্বরে চীন সফরে গিয়ে নিখোঁজ হন ইন্টারপোলের সাবেক প্রেসিডেন্ট মেং হংওয়েই। পরে চীন নিশ্চিত করে যে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘুষ গ্রহণের দায়ে তার বিরুদ্ধে তদন্ত করছে তারা। ওই সময় থেকেই ইন্টারপোলের প্রেসিডেন্ট পদ শূন্য ছিল। তবে এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন কিম জং-ইয়াং।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর