× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

দীপবীরের রিসেপশনেও আজ মোবাইল নিষিদ্ধ

বিনোদন

কলকাতা প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৮, বুধবার

জমকালো বিয়ের পর এবার জমকালো রিসেপসন। বিয়ের মতোই বাঙালুরুর প্রথম রিসেপশনে অতিথিদের মোবাইলে ছবি তোলা নিষিদ্ধ করা হয়েছে। তবে ইতালির মতো এক্ষেত্রে মোবাইলে স্টিকার লাগানো হচ্ছে কিনা তা অবশ্য জানা যায়নি। গত ১৪-১৫ই নভেম্বর ইতালিতে স্বপ্নের বিয়ে সেরে এসে মুম্বই পৌঁছেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন যুগলে। সোস্যাল মিডিয়াতেই একগুচ্ছ বিয়ের ছবি শেয়ার করেছেন দুজনে। ফ্যানরা সেসব দেখে আবেগে আপ্লুত। আর বিয়ের ছবিতে দেখা গেছে দীপিকাকে লাজবতী হিসেবে। প্রথম রিসেপশনের জন্য নব দম্পতি মঙ্গলবারই দীপিকার বাপের বাড়িতে চলে এসেছেন।
তবে বিমানবন্দরের যে ছবি দেখা গেছে, তাতে মিলেছে দীপিকা ঘাড়ে সাবেক প্রেমিক রণবীর কাপুরের নাম লেখা যে ট্যাটু করিয়েছিলেন তা মুছে ফেলেছেন। অবশ্য তিনি কোনো দিনই এই ট্যাটু সরিয়ে ফেলবেন না বলে বলেছিলেন। কিছুদিন আগে কান চলচ্চিত্র উৎসবেও দীপিকার ঘাড়ে সেই ট্যাটু জ্বলজ্বল করেছে। এদিকে বাঙ্গালুরুর ললিত প্যালেস হোটেলে চলছে দীপবীরের রিসেপশন। রণবীররের বাবা, মা ও বোনও চলে এসেছেন রিসেপশনে যোগ দিতে। রিসেপশনে খাবার কি দেওয়া হবে তা দীপিকার মা উজ্জ্বলাই ঠিক করেছেন। জানা গেছে, প্রধানত দক্ষিণ ভারতীয় খাবারই পরিবেশন করা হবে।

অতিথি তালিকায় মূলত জায়গা পেয়েছে দীপিকার পরিবারের চেনা মানুষজনই। দীপিকার পিতা এক সময়ের ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনের বন্ধুবান্ধবরাই থাকছেন বেশি সংখ্যায়। স্বাভাবিকভাবেই বেশ কয়েকজন ক্রীড়া ব্যাক্তিত্ব হাজির থাকছেন বলে জানা গেছে। থাকবেন রাহুল দ্রাবিড় ও অনিল কুম্বলে। বিয়ের মতোই রিসেপশনেও নব দম্পতি প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোষাকই পরছেন। আগামী ২৮শে নভেম্বর মুম্বইতে হবে আরেকটি জমকালো রিসেপশন। শোনা যাচ্ছে ডিসেম্বরেও একটি রিসেপশন হবে ইন্ডাস্ট্রির মানুষদের জন্য।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর