ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার
কালো টাকা ও পেশীশক্তিমুক্ত সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন চায় সুজন
ইলেকশন কর্নার
মৌলভীবাজার প্রতিনিধি | ২৫ নভেম্বর ২০১৮, রবিবার, ৮:৩১
কালো টাকা, পেশীশক্তিমুক্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল সুজন মৌলভীবাজার জেলা শাখা দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে করে তাদের প্রত্যাশার কথা জানায়। আবদুুল মতিন চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক জহর লাল দত্ত লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, প্রার্থী-সমর্থক, ভোটারসহ সকল সচেতন নাগরিকদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ৪৮টি প্রস্তাব পেশ করেন। বক্তব্যে বলা হয় নির্বাচন কমিশনের একক প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। অবাধ নিরপেক্ষ ও অর্থবহ একটি নির্বাচনের জন্য সরকার রাজনৈতিক দল ভোটারসহ সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করছেন সুজন নেতৃবৃন্দ।