× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ভারতের রাজনীতিতে হুনুমানের জাত নিয়ে বিতর্ক

ভারত

কলকাতা প্রতিনিধি
(৫ বছর আগে) ডিসেম্বর ১, ২০১৮, শনিবার, ৬:২০ পূর্বাহ্ন

ভারতের রাজনীতিতে  বিতর্কের শেষ নেই। এবার শুরু হয়েছে হনুমানের জাত নিয়ে বিতর্ক। আর এই বিতর্কটা শুরু করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গেরুয়া বসনধারী যোগী আদিত্যনাথের এই সার্টিফিকেট নিয়ে হিন্দুত্বের ধ্বজাধারীদের মধ্যে শুরু হয়েছে কলহ।  রাজস্থানে এক রাঝনৈতিক সভায় যোগী আদিত্যনাথ বলেছেন, বজরঙ্গবলী ‘দলিত’। আর এই সার্টিফিকেট দেবার পরই শুরু হয়েছে বিতর্ক। ব্রাহ্মণদের মতে, পৈতেধারী হনুমান ‘দলিত’ হবেন কেন?  শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী বলেছেন, ঘোর অপরাধ করেছেন যোগী। বজরঙ্গবলী কবে আবার দলিত ছিলেন?  রাজস্থানের ‘সর্ব ব্রাহ্মণ মহাসভা’ আইনি  নোটিস ধরিয়েছে যোগীকে। জানিয়েছে, তিনদিনের মধ্যে ক্ষমা চাইতে হবে তাঁকে।
হনুমানকে শুধু ‘দলিত’ বলেই থেমে থাকেননি যোগী, ‘লোকদেবতা’, ‘বঞ্চিত’ও বলেছেন। তাতেও খেপে গিয়েছেন  ব্রাহ্মণরা। বলেছেন, অষ্টসিদ্ধি প্রাপ্ত করেছেন হনুমান। তিনি গোটা দুনিয়ার দেবতা। বারাক ওবামাও পকেটে হনুমানজির ছবি রাখেন। মহাভারতেও পবনপুত্রের কথা বলা হয়েছে।  মহন্ত রাধেশ্যাম তিওয়ারি বলেছেন, হনুমান দলিত ছিলেন শাস্ত্রে কোথাও নেই। সুযোগ বুঝে বিতর্কে যোগ দিয়ে কংগ্রেস নেতা অশোক গেহলট বলেছেন, হারের ভয়ে ঘাবড়ে গিয়েছে বিজেপি। হনুমানেরও জাত বিচার করছে। আর দিগি¦জয় সিংহ বলেছেন, যোগী তো নিজের গোরক্ষনাথেরই অপমান করেছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, উচ্চবর্ণের দল বলে পরিচিত বিজেপি এখন সব হিন্দুকেই একজোট করতে চাইছে। সঙ্ঘের মুখেও তাই ‘দলিত-দলিত’ শোনা যাচ্ছে। ভোটের মুখে সেই তাস খেলতে গিয়েই বিপাকে পড়েছেন যোগী। বিজেপি বুঝতে পেরেছে, উল্টো চাল দিয়ে ফেলেছেন যোগী। আর তাই বিজেপি নেতারা এক যোগে বলতে শুরু করেছেন, যোগী আসলে বজরঙ্গবলীকে ‘আদিবাসী’, ‘বনবাসী’ বলেছিলেন। তিনি বলেছিলেন, হনুমান দলিত-বঞ্চিতদের একত্র করেছেন। সকলে ভুল বুঝেছে। তবে এই যুক্ততে বিশেষ কাজ হয়নি। এদিকে, জাতীয় সিডিউলড ট্রাইব কমিশনের চেয়ারম্যান নন্দ কুমার সাঁই শুক্রবার সাফ জানিয়েছেন, হনুমান একজন আদিবাসী। তিনি আরও বলেছেন, আদিবাসীদের মধ্যে এখনও হনুমান গোত্র রয়েছে। আসলে রামের সঙ্গে যুদ্ধে হনুমান সহ বিশাল বাহিনী যোগ দিয়েছিল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর