ফেনী প্রতিনিধি | ৬ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১০:১১
ফেনীতে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক যুবক (২৩) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলওয়ে ক্রসিং ও শর্শদি রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
ফেনী রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. হারুনুর রশিদ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন ফেনীর ফতেহপুর রেলওয়ে ক্রসিং ও শর্শদি রেল ষ্টেশানের মধ্যবর্তী স্থানে পৌঁছলে এক অজ্ঞাত যুবক ট্রেনের ছাদ থেকে পড়ে ডান হাত ভেঙ্গে যায় এবং মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এঘটনায় লাকসাম জিআরপি থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।