× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ছোট পর্দায় আজ

বিনোদন


৮ ডিসেম্বর ২০১৮, শনিবার

এনটিভিতে ‘মিস্টার টেনশন’

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মিস্টার টেনশন’। নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচার হচ্ছে। আদিবাসী মিজান ও জাকির হোসেন উজ্জ্বলের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন আদিবাসী মিজান। অভিনয় করেছেন জাহিদ হাসান, শখ, ফজলুর রহমান বাবু, সুমাইয়া শিমু, নাদিয়া, মৌসুমী হামিদ, সাদিয়া জাহান প্রভা, শামীমা নাজনীন, দিলারা জামান, আরফান আহমেদ, মারজুক রাসেল, ড. এনামূল হক, জোভান, এ্যানি খান, তাসনুভা এলভিন প্রমুখ।
আরটিভিতে ‘বাবর আলীর হেলিকপ্টার রিটার্ন’

আরটিভিতে প্রচার হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বাবর আলীর হেলিকপ্টার রিটার্ন’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কামাল হোসেন বাবর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামাল হোসেন বাবর, এ্যানি খান, মৌসুমী নাগ, ফারুক আহমেদ, তারেক স্বপন, শবনম পারভীন, মাহমুদুল ইসলাম মিঠু, আহসানুল হক মিনু, লিজা খানম, এস এম কামরুল বাহার প্রমুখ। নাটকটি  প্রতি শুক্র, শনি ও রবিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হচ্ছে।
বাংলাভিশনে ‘জায়গীর মাস্টার’

বাংলাভিশনে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘জায়গীর মাস্টার’।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এস এ হক অলীক। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, সালাহ্‌উদ্দিন লাভলু, অপূর্ব, ভাবনা, মৌসুমী হামিদ, শার্মিলী আহমেদ, দিলারা জামান, সূচনা আজাদ, আকাশ আহমেদ প্রমুখ।   
বৈশাখী টিভিতে তিন সিনেমা
বৈশাখী টিভিতে আজ প্রচার হবে তিনটি সিনেমা। সকাল ১০টা ২০ মিনিটে রয়েছে ‘মাটির পিঞ্জিরা’। অভিনয়ে শাহীন খান, চম্পা, পীযূষ, রাইসুল ইসলাম আসাদ, বারি সিদ্দিকী প্রমুখ। দুপুর ২টা ৪৫ মিনিটে ‘হৃদয়ে লেখা নাম’। অভিনয়ে রাজ্জাক, ববিতা, রিয়াজ, তামান্না প্রমুখ। রাত ১২টায় প্রচার হবে ‘নিশ্বাস আমার তুমি’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।
দুরন্ত টিভিতে ‘ক্লাউডি উইথ এ চান্স অফ মিটবলস’
তরুণ বিজ্ঞানী ফ্লিন্ট নতুন এক যন্ত্র আবিষ্কার করে। যন্ত্রটি পানিকে যে কোন খাবারে রূপান্তর করতে পারত। সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু গোলমাল শুরু হল যখন মানুষ যন্ত্রটির কাছে অনেক খাবার পাঠানোর অনুরোধ জানাতে লাগলো। আকাশ থেকে পড়তে শুরু করল একের পর এক বিশাল আকৃতির খাবার। দুর্যোগ থেকে বাঁচতে হলে এখনি বন্ধ করতে হবে ফ্লিন্টের এই অদ্ভূত যন্ত্রটি। ফ্লিন্ট কি পারবে কোন সমাধান খুঁজে বের করতে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ‘ক্লাউডি উইথ এ চান্স অফ মিটিবলস্‌’ সিনেমাটিতে। সিনেমাটি বাংলায় ভাষান্তর করে সম্প্রচার করা হবে আজ রাত ১০ টায় দুরন্ত টিভিতে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর