× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

‘সুন্দর একটি বছর পার করছি’

বিনোদন

এন আই বুলবুল
৮ ডিসেম্বর ২০১৮, শনিবার

গেল এপ্রিলের দিকে আমার কথা ও সুরে ‘তোমাকে’ শিরোনামের একটি গান প্রকাশ করেছি। অভিনয়ের পাশাপাশি দর্শক আমাকে নতুন ভাবে দেখেছেন। গানটির জন্য দর্শক-শ্রোতাদের কাছ থেকে বেশ প্রশংসাও পেয়েছি। চলতি বছরে আমার জন্য এটি ছিল স্পেশাল কিছু। অভিনয়ের বাইরে গান নিয়ে নিজের ব্যস্ততা সম্পর্কে এভাবেই বললেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা এফএস নাঈম। তিনি আরো বলেন, সত্যি বলতে এবার অনেক সুন্দর একটি বছর পার করছি। অন্য বছরগুলোর চেয়ে কাজও বেশি করেছি। কিছু কাজের জন্য সবার কাছ থেকে ভালো সাড়া পেয়েছি।
পাশাপাশি পরিবারকেও সময় দিতে পেরেছি। নাঈমের কথার সূত্র ধরে জানতে চাওয়া অভিনয় থেকে গানে কেন? তিনি বলেন, ১৯৯৬ সালের দিকে কয়েকজন মিলে ‘আইরনিক ফেইথ’ নামে একটি ব্যান্ড করি। এ ব্যান্ড নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করতাম। পড়ালেখা আর গান নিয়ে সময়টা ভালোই কাটছিল। এরপর কর্ম জীবন শুরু করি। ব্যস্ততার কারণে গানে আর নিয়মিত হয়ে ওঠা হয়নি। তবে গান ছাড়িনি। প্রায় আঠারো বছর পর আবারো গানে ফিরেছি। নতুন গানের বিষয়েও কথা বলেন তিনি। নতুন একটি গানের ট্র্যাক তৈরি করছেন বলে জানান। তবে অভিনয়ের ব্যস্ততার কারণে সেই গানে ভয়েস দেয়া হচ্ছে না। নতুন বছরটি নিয়ে কি পরিকল্পনা? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, নতুন বছরটি আশা করছি ভালো কিছুর মধ্য দিয়ে শুরু হবে। চলতি বছরের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রচেষ্টা থাকবে। এ ছাড়া আমি একজন প্রফেশনাল অভিনয় শিল্পী। আমার অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের আরো বেশি কাছে থাকবো। ২০০৭ সালে এফ এস নাঈম অভিনেত্রী রোমানা রশীদ ঈশিতার পরিচালনায় ‘এক নিঝুম অরণ্য’ নাটকের মাধ্যমে অভিনয়ে আসেন। তবে তিনি নিয়মিত অভিনয় করছেন ২০১১ সাল থেকে। কিন্তু ক্যারিয়ারে এই দীর্ঘ সময়ে বাংলাদেশ টেলিভিশনের কোনো ধারাবাহিকে অভিনয় করেননি বলে জানান তিনি। আগামী ১৮ই ডিসেম্বর থেকে এই অভিনেতাকে প্রথমবারের মতো বিটিভির একটি ধারাবাহিক নাটকে দেখা যাবে। নাম ‘শেষ ভালো যার’। এটি নির্মাণ করেছেন রাকেশ বসু। এই প্রসঙ্গে নাঈম বলেন, বিটিভিতে খণ্ড নাটকে কাজ করেছি। এর আগে ধারাবাহিকে অভিনয় করা হয়নি। এবারই প্রথম বিটিভির ধারাবাহিকে অভিনয় করেছি। এতে আমাকে নব্বইয়ের দশকের একটি পরিবারের ছেলের ভূমিকায় দেখা যাবে। সেই সময়ে আমাদের পরিবারগুলোতে একজন ছেলের বেড়ে ওঠা ও স্বাবলম্বী হওয়া কেমন ছিল, সেই প্রতিচ্ছবি থাকবে আমার চরিত্রের মধ্যে। এদিকে মাছরাঙা টিভিতে প্রচার হচ্ছে নাঈম অভিনীত ‘ঘরে বাইরে’ শিরোনামের একটি ধারাবাহিক। এটি এরইমধ্যে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। টিভি নাটকের বাইরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করছেন এ অভিনেতা। আসন্ন বিজয় দিবসের জন্য ‘একটি চিঠি’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে আছেন সাফা কবির। এটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। নাঈম বলেন, এই চলচ্চিত্রটির গল্প সম্পূর্ণ নতুন। এর গল্পের সঙ্গে দর্শক নতুন ভাবে পরিচিত হবেন। ১৬ই ডিসেম্বর আর বেশি দূরে নয়। তাই এর গল্প নিয়ে কিছু বলতে চাই না। এদিকে আগামীকাল তিনি উড়াল দিচ্ছেন নেপালে। সেখানে কয়েকটি খণ্ড নাটকের শুটিং করবেন। আলাপনে এই অভিনেতার সঙ্গে টিভি নাটকের বিভিন্ন বিষয়ে কথা হয়। তিনি বলেন, নির্মাতাদের নতুন সব ভাবনা নিয়ে কাজ করতে হবে। তাহলে দর্শক দেশীয় নাটকই দেখবে বলে আমি মনে করি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর