× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

লোকসানে দিশাহারা ৭শ’ পোলট্রি খামারি

বাংলারজমিন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
৮ ডিসেম্বর ২০১৮, শনিবার

দেশে মুরগি পালনে শীর্ষে থাকলেও জয়পুরহাটের কালাইয়ে গত তিনসপ্তাহ থেকে পাইকারি ও খুচরা বাজারে মুরগির দাম অস্বাভাবিক হারে কমেছে। এর ফলে উপজেলার মুরগি খামারি ও খুচরা ব্যবসায়ীরা মাইকিং করে বিক্রি করছেন পোলট্রি মুরগি। উপজেলার প্রতিটি বাজারে কম দামে পোলট্রি মুরগি বিক্রির জন্য মাইকিং করা হলেও ক্রেতাদের সাড়া না পাওয়ায় বেকায়দায় পড়েছেন খুচরা বিক্রেতারাও। এর ফলে মুরগি পালনের বাজারে মুরগি বিক্রি করতে গিয়ে অনেক পোলট্রি খামারি এখন দিশাহারা।

সরজমিন জানা গেছে, গত তিনসপ্তাহ থেকে উপজেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মুরগির বাজারে ধস নেমেছে। উপজেলার বিভিন্ন হাট-বাজারে মুরগির কম দাম হওয়ায় মুরগি বিক্রির জন্য মাইকিং করে মুরগি বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। বর্তমান পাইকারি মুরগির বাজারে প্রতিকেজি ব্রয়লার জাতের মুরগি বিক্রি হচ্ছে প্রায় ৭৫ টাকা দরে। বর্তমান মুরগির দাম কম হওয়ায় উপজেলার প্রায় ৭শ’ পোলট্রি খামারি দিশেহারা।

চাকরি না পেয়ে অনেক শিক্ষিত যুবক ও যুবতী মনে স্বপ্ন নিয়ে একটু লাভের আশায় বিভিন্ন সংস্থা থেকে ঋণ বা ধার দেনা করে পোলট্রি খামার দিয়েছেন। লাভ তো দূরের কথা, বর্তমান মুরগির বাজারে মুরগির বিক্রি করে আসল পুঁজি ঘরে তুলতে পারবে কি না তা নিয়ে তারা হতাশ হয়ে পড়েছেন।
ইতিমধ্যে এ উপজেলায় প্রায় ৪শ’ পোলট্রি মুরগি খামার বন্ধ হয়েছে। আগামীতে আরো সম্ভাবনা রয়েছে।

উপজেলার বিয়ালা গ্রামের মুরগি খামারি মো. তুহিন, মাত্রাই সোনার পাড়া সুজাউল সোনার, মোলামগাড়ী গ্রামের পার্থ হোসেন, হাসান ও পুনট গ্রামের আনিছুর রহমান, লিয়াকত হোসেন জানায়, ব্রয়লার জাতের এক কেজি ওজনের মুরগি উৎপাদন করতে সবমিলে খরচ হয়েছে প্রায় ১শ’ টাকা। আর তা বর্তমানে বিক্রি করতে হচ্ছে প্রতিকেজি প্রায় ৭৫ টাকায়। এতে করে প্রতি কেজিতে লোকসান গুনতে হচ্ছে প্রায় ২৫ টাকা।
কালাই পৌরসভার দৈনিক কাঁচাবাজারে খুচরা মুরগি বিক্রেতা তানভির হোসেন ও আব্দুল জোব্বার বলেন, গত তিনসপ্তাহ থেকে অস্বাভাবিকহারে পোলট্রি মুরগির দাম কমেছে। বর্তমান পাইকারি বাজারে মুরগির দাম আরো কমে গেছে। খামারিরা বিক্রি করতে না পেরে বিক্রির জন্য আমাদের জোর করে মুরগি দিয়ে যাচ্ছে। তাই বাধ্য হয়ে মাইকিং করে মুরগি বিক্রি করছি। বর্তমান বাজারে ৪ থেকে ৫ কেজি ওজনের ব্রয়লার মুরগি বিক্রি করছি ১০০ থেকে ১০৫ টাকা কেজি দরে। আর এক থেকে ২ কেজি ওজনের বিক্রি করছি ৮৫ থেকে ৮৮ টাকা কেজি দরে।

এরপরও মাইকিং করা হলেও ক্রেতাদের সাড়া না পাওয়ায় আমাদের বেকায়দায় পড়তে হচ্ছে।  
মাইকিং করে মুরগি বিক্রির কথা স্বীকার করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোশারফ হোসেন কবিরাজ বলেন, এ উপজেলায় নিবন্ধিত ১৩৭টি মুরগির খামার ছাড়াও ছোট-বড় আরো প্রায় ৬শ’ খামার রয়েছে। মুরগির দাম কমে যাওয়ার প্রধান কারণ হলো বাজারে পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন জাতের মাছের আমদানি রয়েছে। আর এ কারণেই বাজারে মুরগি ক্রেতা কমে গেছে। সব মিলেই খামারিরা মুরগি বিক্রি করে বর্তমানে লোকসান গুনছেন। এ অবস্থা অব্যাহত থাকলে এক সময় পোলট্রি শিল্প বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর