× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

শামসির ‘মুখোশ’ উদযাপন নিষিদ্ধ

খেলা

স্পোর্টস ডেস্ক
৮ ডিসেম্বর ২০১৮, শনিবার

ক্রিকেট মাঠে ভিন্ন ধরনের উদযাপনে নজর কাড়েন স্পিনার তাবরেইজ শামসি। উইকেট  নেয়ার পর জার্সি থেকে মুখোশ বের করে মুখের অর্ধেক ঢেকে ফেরতে দেখা যায় তাকে। তবে প্রোটিয়া চায়নাম্যান বোলারের এমন উদযাপন আর দেখা যাবে না। শামসির এমন উদযাপনে  নিষেধাজ্ঞা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঘরোয়া টি-টোয়েন্ট আসর ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) প্রথমবার এমন উদযাপন করেন তাবরেইজ শামসি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি আসর এমজানসি সুপার লীগেও (এমএসএল) এমন উদযাপন করতে দেখা যায় তাকে। আর এমন উদযাপনের কারণ ব্যাখ্যায় শামসি বলেন, ‘আজকাল ম্যাচে বোলারদের ওপর অনেক চাপ থাকে। আমি মজার জন্য এটা করি, অবশ্যই কোনো ক্রিকেটারকে অসম্মান করতে নয়।’
শামসি এমন উদযাপনের নাম দিয়েছিলেন ‘মাস্কড ম্যাজিশিয়ান’।
মার্কিন জাদু শিল্পী ভ্যাল ভ্যালেন্তিনো মঞ্চে এই নাম ব্যবহার করেন। আরও এক ধরনের উদযাপনে হাত পাকা করছেন ২৮ বছর বয়সী ক্রিকেটার শামসি। এর নাম দিয়েছেন- ‘শু ফোন’। এমন উদযাপনে উইকেট নেয়ার পর সীমানার কাছে গিয়ে জুতো খুলে কানের কাছে ধরেন তিনি। ১০৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে তাবরেইজ শামসির শিকার ১০৭ উইকেট।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর