× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রিমিয়ার লীগে খেলার আগ্রহ নেইমারের

খেলা

স্পোর্টস ডেস্ক
৮ ডিসেম্বর ২০১৮, শনিবার

প্রত্যেক সেরা ফুটবলারের অন্তত একদিনের জন্য হলেও ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা উচিত। নেইমারের এমন মন্তব্যে নড়েচড়ে বসতে পারে প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাবগুলো। নিজের ইউটিউভ চ্যানেলে একটি প্রশ্নোত্তর পর্বে আয়োজন করেন নেইমার। আর সেখানেই ক্যারিয়ারের কোনো এক সময়ে প্রিমিয়ার লীগে খেলার ইঙ্গিত দেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলিয়ান সুপারস্টার। গত বছর অনেক নাটকের পর বার্সেলোনা অধ্যায়ের (২০১৩-১৭) ইতি টেনে রেকর্ড ট্রান্সফার ফি’তে পিএসজিতে নাম লেখান নেইমার। সম্প্রতি তার বার্সার ফিরে আসার গুঞ্জনও ওঠে। এবার নেইমারের প্রিমিয়ার লীগে খেলার আগ্রহ তাতে নতুন বাড়তি মাত্রা যোগ করলো। নেইমারের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর পর্বে ম্যানচেস্টার সিটির ফ্রেঞ্চ লেফটব্যাক বেনজামিন মেন্ডির এক প্রশ্নের জবাবে এই বিষয়টি উঠে আসে।
কখনো কি তুমি প্রিমিয়ার লীগে খেলতে চাও? মেন্ডির প্রশ্নের জবাবে নেইমার বলেন, ‘এটা অনেক বড় প্রতিযোগিতা। প্রিমিয়ার লীগ বিশ্বের অন্যতম সেরা লীগ। আগামীকাল কী হবে তা আমরা কেউ জানি না। আমি জানি না আমার ভবিষ্যতে কী আছে। কিন্তু আমার বিশ্বাস, প্রত্যেক সেরা ফুটবলারের অন্তত একদিনের জন্য হলেও ইংলিশ লিগে গিয়ে খেলা উচিত। কেউ যদি ওখানে খেলে, আশা করছি সে প্রিমিয়ার লীগ উপভোগ করে যেতে পারবে। কারণ, আপনি শুধু সেরাটাই প্রত্যাশা করবেন।’ পিএসজি থেকে নেইমারকে আনতে হলে মোটা অঙ্কের অর্থ ঢালতে হবে আগ্রহী ক্লাবকে। বার্সাকে নেইমারের রিলিজ ক্লজের পুরো ২২২ মিলিয়ন ইউরো পরিশোধ করে ফরাসি চ্যাম্পিয়নরা। ইউরোপে ক্যারিয়ার শেষ করে যুক্তরাষ্ট্রের ফুটবলে দেখা যেতে পারে নেইমারকে। মিয়ামি ফ্র্যাঞ্চাইজির মালিক ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড ব্যাকহ্যামকে আশ্বস্তই করেন ব্রাজিলিয়ান অধিনায়ক। নেইমার বলেন, ‘ডেভিড, এটা চূড়ান্ত হয়ে গেছে! আমি মিয়ামিতে তোমার শহরে তোমার দলে আসবো।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর