× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মৌলভীবাজার-২ /মহাজোট প্রার্থী এমএম শাহীন

বাংলারজমিন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
৮ ডিসেম্বর ২০১৮, শনিবার

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেলেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি এমএম শাহীন। গতকাল কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নৌকার চূড়ান্ত প্রার্থী হিসেবে শাহীনের নাম ঘোষণা করেন। এ ঘোষণার পর থেকে আওয়ামী লীগ ও মহাজোটের শরিক দলগুলোর নেতাকর্মীসহ শাহীন সমর্থকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। এদিকে, এমএম শাহীন কেন্দ্র থেকে ঘোষণার খবর শুনে তাৎক্ষণিক সিলেট হযরত শাহ্‌ জালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।  
জানা যায়, নানাবিধ কারণ নিয়ে বিগত প্রায় ১০ বছর থেকে কুলাউড়া আওয়ামী লীগ দু’টি গ্রুপে বিভক্ত। একপক্ষের নেতৃত্বে রয়েছেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু এবং অপরপক্ষের নেতৃত্বে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফি আহমদ সলমান। তবে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নৌকাকে বিজয়ী করতে উভয় গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে তাদের সর্বস্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। শুধু তাই নয় নৌকার মনোনয়ন প্রত্যাশী ১১ প্রার্থীও নৌকার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। নামপ্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এক নেতা জানান, দু’টি গ্রুপের বিরোধ দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে।
গতকাল দিনভর কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে নৌকা প্রতীকের বিষয়টি নিশ্চিত হতে চেয়েছেন। নিশ্চিত হয়েই নেতাকর্মীরা সাংবাদিকদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করেন। সবার একটাই কথা ছিল- প্রার্থী কে সেটা বিবেচ্য বিষয় নয়। আমরা কুলাউড়ায় নৌকা প্রতীক চাই। কুলাউড়া পৌর ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান জনি জানান, খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু বলেন, জননেত্রী শেখ হাসিনা কার হাতে নৌকা তুলে দিয়েছেন সেটা বড় বিষয় নয়। আমরা নৌকাকে বিজয়ী করতে চাই এটা আমাদের মূল লক্ষ্য। যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফি আহমদ সলমান বলেন, নৌকার কাণ্ডারি কে সেটা মুখ্য নয়। নৌকাকে বিজয়ী করাই প্রথম এবং প্রধান কাজ। তিনি তাৎক্ষণিক এক জরুরি কর্মিসভা ডেকে সব নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করার নির্দেশনা দেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা মাঠে নেমে কাজ করে নৌকাকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর