× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

চূড়ান্ত মনোনয়নে বাদ পড়লেন আলোচিত যারা

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
৮ ডিসেম্বর ২০১৮, শনিবার

একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাননি বেশ কয়েকজন সাবেক এমপি-মন্ত্রী ও কেন্দ্রীয় নেতা। তারা দলের প্রাথমিক মনোনয়ন পেলেও বাদ পড়েছেন চূড়ান্ত মনোনয়নে। যাদের মধ্যে রয়েছেন- জয়পুরহাট-২ আসনের ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সিরাজগঞ্জ-৫ আসনে মেজর (অব.) মঞ্জুর কাদের, মেহেরপুর-২ আসনের আমজাদ হোসেন, কুষ্টিয়া-৩ আসনে অধ্যক্ষ সোহরাবউদ্দিন, ঝিনাইদহ-৪ আসনে শহীদুজ্জামান বেল্টু, বাগেরহাট-১ আসনে শেখ মুজিবুর রহমান, নেত্রকোনা-২ আশরাফউদ্দিন খান, টাঙ্গাইল-১ ফকির স্বপন, ঢাকা-২০ আসনে ব্যারিস্টার জিয়াউর রহমান খান, সুনামগঞ্জ-৫ আসনে কলিমউদ্দিন আহমেদ মিলন, মৌলভীবাজার-১ আসনে এবাদুর রহমান চৌধুরী, চাঁদপুর-১ আসনে এহসানুল হক মিলন, চট্টগ্রাম-১২ আসনে গাজী শাহজাহান জুয়েল, লালমনিরহাট-২ আসনের সালাহউদ্দিন আহমেদ হেলাল। এছাড়া জোট ও ফ্রন্টের প্রার্থীর কারণে বাদ পড়েছেন বেশ কয়েকজন। কেউ কেউ বাদ পড়েছেন যাচাই-বাছাইয়ে বাদ পড়ার পর ইসির আপিলেও বাতিল হওয়ার কারণে। আবার মনোনয়ন বৈধ থাকার পরও বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদুর মতো কেউ কেউ বাদ পড়েছেন। প্রাথমিক মনোনয়ন পেলেও চূড়ান্ত মনোনয়ন বঞ্চিত হয়েছেন বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আবদুল হামিদ ডাবলু। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে বাদ পড়ার পর ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়া বেশ কয়েকজন বিএনপি দলীয়প্রার্থী ধানের শীষের চূড়ান্ত টিকিট পেয়েছেন।
তাদের মধ্যে রয়েছেন- ঢাকা-২০ আসনে তমিজ উদ্দিন, কিশোরগঞ্জ-২ আসনে আখতারুজ্জামান, পটুয়াখালী-৩ আসনে গোলাম মওলা রনি, ঝিনাইদহ-২ আসনে আবদুল মজিদ, জামালপুর-৪ আসনে ফরিদুল কবির তালুকদার, জয়পুরহাট-১ আসনে ফজলুর রহমান, ময়মনসিংহ-৭ আসনে জয়নাল আবেদিন, শেরপুর-২ আসনে এ কে এম মুখলেছুর রহমান, কুমিল্লা-৩ আসনে এ কে এম মুজিবুল হক, ময়মনসিংহ-৩ আসনে আহাম্মদ তায়েবুর রহমান, পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ, চট্টগ্রাম-১ আসনে নুরুল আমিন, নাটোর-৪ মো. আবদুল আজিজ ও রাজশাহী-১ ব্যারিস্টার আমিনুল হক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর