× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির দ্রুততম ১ হাজার

খেলা

স্পোর্টস ডেস্ক
৮ ডিসেম্বর ২০১৮, শনিবার

অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং টার্গেট দেয়ার লক্ষ্যে ১৬৬ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করলো ভারত। দ্বিতীয় ইনিংসে তাদের দলীয় সংগ্রহ ৬১ ওভারে ১৫১/৩। আর টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ের দ্রুততম ১ হাজার রানের রেকর্ড গড়েন বিরাট কোহলি। মাইলফলক থেকে মাত্র ৫ রান দূরে ছিলেন ভারতের অধিনায়ক। এই ১ হাজারি ক্লাবে স্বদেশী আইকন শচীন টেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়কে স্পর্শ করেন কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের ১৮তম ইনিংসে চার অঙ্কের ঘরে প্রবেশ করেন তিনি। অস্ট্রেলিয়ায় এটি কোহলির নবম টেস্ট। ১৯ ইনিংসে ১ হাজার রান করে আগের রেকর্ড ছিল ভারতের লক্ষ্মণের।
টেন্ডুলকারের লেগেছিল ২২ ইনিংস। অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী ২৮তম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার করেন কোহলি। তার চেয়ে দ্রত হাজার রানের কীর্তি রয়েছে চার ইংলিশম্যানের।  রেকর্ড গড়ে বেশিদূর যেতে পারেননি কোহলি। তৃতীয় দিনের শেষদিকে চেতেশ্বর পুজরা ও বিরাট কোহলির তৃতীয় উইকেট জুটি (৭১) ভেঙে মূল্যবান ব্রেকথ্রু এনে দেন নাথান লায়ন। লায়নের অফস্পিনে পরাস্ত হন ভারতের অধিনায়ক। ৫৮তম ওভারের প্রথম বলেই ব্যাট-প্যাড হয়ে লেগ-শর্টে অ্যারন ফিঞ্চের তালুবন্দি হন কোহলি (৩৪)। এতে টেস্টে কোহলিকে সর্বাধিক ৬ বার আউট করার রেকর্ড গড়েন লায়ন। ছাড়িয়ে যান ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে। প্রথম ইনিংসের লড়াকু সেঞ্চুরিয়ান পুজারা ৪০ ও আজিঙ্কা রাহানে ১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৫ রানের লিড পায় ভারত। পূজারার ১২৩ রানের (রানআউট) অসাধারণ ইনিংসে ২৫০ রান তোলে টস জয়ী ভারত। আর ট্রাভিস হেডের ৭২ রানের ধৈর্যশীল ইনিংসে ২৩৫ রানে থামে অজিদের প্রথম ইনিংস।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর