× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ফ্রি চক্ষু ক্যাম্প / বিনামূল্যে চোখের ছানি অপারেশন হবে ৬৫ জনের

বাংলারজমিন

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
৯ ডিসেম্বর ২০১৮, রবিবার

মৌলভীবাজারের লুয়াইউনি-হলিছড়া চা বাগানে ৬ শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্য থেকে ৬৫ জন রোগীকে শনাক্ত করা হয়েছে যাদের আজ চোখের ছানি অপারেশন করা হবে। আল-খায়ের ফাউন্ডেশন ও সুহৃদ সমাবেশের আয়োজনে গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ চিকিৎসা সেবা দেয়া হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে এমন ঘোষণা শুনে লুয়াইউনি হলিছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে সকাল থেকে আসতে থাকে নিম্ন আয়ের চা শ্রমিক ও সাধারণ মানুষ। প্রিয় মুখ, প্রিয় রঙ, প্রিয় পৃথিবী দেখার আশায় ‘চোখের আলোয়’ ফ্রি আই ক্যাম্পে চিকিৎসা নেন তারা। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল এসব অসহায় ও অসচ্ছল রোগীকে চিকিৎসাসেবা দেন। চিকিৎসা নেয়া রোগীর মধ্যে ৬৫ জনকে চোখের ছানি অপারেশনের জন্য শনাক্ত, ১৫২ জনকে চশমা প্রদানসহ সবাইকে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়। আজ শনাক্ত করা রোগীদের চোখের ছানি ফ্রি অপারেশন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহ-সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মশাহিদ আলী, লুয়াইউনি হলিছড়া চা বাগানের জিএম মাবুদ আলী, সমকালের সহকারী সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, মো. আসাদ, সমকালের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, আল-খায়ের ফাউন্ডেশনের কর্মকর্তা মো. ইস্তিয়াক হোসেন সুমন, আবু সাঈদ, মাহমুদুল হাসান প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর