× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বেড়েই চলেছে বিদেশে নাটকের শুটিং

বিনোদন

এন আই বুলবুল
৯ ডিসেম্বর ২০১৮, রবিবার

গেল কয়েক বছর দেশের বাইরে বেড়েছে নাটকের শুটিং। বিশেষ করে নেপাল, মালয়েশিয়াতে এখন প্রতি মাসেই বাংলাদেশের নাটকের শুটিং হচ্ছে। টিভি নাটকের অনেকেই এখন মজা করে বলেন নেপাল হলো বাংলাদেশের পুবাইল। কখনো প্রযোজনা প্রতিষ্ঠানগুলো একইসঙ্গে কয়েকটি নাটক নিয়ে যাচ্ছেন দেশের বাইরে। আবার কখনো একই নির্মাতা তার কয়েকটি নাটকের শুটিংয়ের জন্য নেপাল দৌড় দিচ্ছেন। নেপাল-মালেশিয়ার শুটিং নিয়ে লাভ-ক্ষতির অঙ্ক কষতে চান না অভিনয় শিল্পীরা। কিন্তু নির্মাতারা তা কষেন দেশের বাইরে সঠিক সময়ে শিল্পীদের স্পটে পাওয়া যায় বলে মন্তব্য করেন তারা। কিন্তু দেশে এটি সম্ভব হয় না।
নির্ধারিত সময়ে অনেক শিল্পী স্পটে উপস্থিত থাকেন না। ফলে সঠিক সময়ে নাটকের শুটিং শেষ করা যায় না। তাই অনেকটা বাধ্য হয়ে হয়ে দেশরে বাইরে শুটিং করেন তারা। যাই হোক, সারা বছরের ধারাবাহিকতায় বছরের শেষে এসেও নেপালে ভিড় জমাচ্ছেন নির্মাতা-শিল্পীরা। চলতি মাসে একাধিক নাটকের শুটিং হচ্ছে নেপালে। বর্তমানে মম, টয়া, জোভানসহ এক ঝাঁক শিল্পী নেপালে অবস্থান করছেন। আজ নেপালে উড়াল দেবেন অভিনেতা এফএস নাঈম। এদিকে চলতি সপ্তাহে নেপালে বিভিন্ন নাটকে শুটিংয়ে অংশ নেবেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব, তানজিন তিশা, সারিকাসহ অনেকে। নেপালে এখন নির্মাতা তপু খান একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন, টয়া, জোবান, তামিম মৃধাসহ বেশ কয়েকজন শিল্পীকে নিয়ে। এছাড়া ১২ই ডিসেম্বর থেকে নির্মাতা সৈয়দ শাকিল নেপালে পাঁচটি খণ্ড নাটক ও একটি টেলিছবির শুটিং শুরু করবেন বলে জানান। অপূর্ব, তানজিন তিশা, সারিকা ও মমকে নিয়ে তিনি শুটিং করবেন বলে নিশ্চিত করেন। এই নির্মাতার পরেই সেখানে যোগ দেবেন নির্মাতা-অভিনেতা সোহেল আরমান। আসছে ২২শে ডিসেম্বর থেকে তিনি তিনটি খণ্ড নাটকের শুটিং শুরু করবেন বলে জানান। এই নাটকগুলোতেও থাকবেন জনপ্রিয় বেশ কয়েকজন অভিনয় শিল্পী। সম্প্রতি মালয়েশিয়া থেকে ফিরেছেন আরো এক ঝাঁক শিল্পী। এই তালিকায় আছেন জনপ্রিয় অভিনেতা সজল, অভিনেত্রী প্রভা, সারিকা ও স্বাগতাসহ অনেকে। মালয়েশিয়ার বিভিন্ন স্পটে নির্মাতা সকাল আহমেদ ও রোমান রুনি বারো দিন শুটিং করেন। এই সময়ে দেশের বাইরে মূলত একক নাটকেরই শুটিং বেশি হচ্ছে। তবে মাঝেমধ্যে ধারাবাহিকেরও শুটিং হয়। সেটির সংখ্যা অনেক কম। চ্যানেল আইতে প্রচার হচ্ছে মালয়েশিয়ায় শুটিং করা শামীম জামানের পরিচালনায় নাটক ‘মকো মালয়েশিয়া’। এই নাটকের কিছু অংশের শুটিং বাংলাদেশে হয়েছে। দীপ্ত টিভির ‘নিউ ইর্য়ক থেকে বলছি’ শিরোনামের আরো একটি ধারাবাহিকের প্রায় পঞ্চাশ পর্বের শুটিং হয়েছে নিউ ইয়র্কে। দেশের বাইরের শুটিং নিয়ে সংশ্লিষ্টরা বলেন, কেন কি করণে দেশের বাইরে নির্মাতারা শুটিং করছেন এটি বলা সম্ভব না। কেউ গল্পের প্রয়োজনে আবার কেউ হয়তো নির্দিষ্ট বাজেটের মধ্যে কাজ শেষ করার জন্য দেশের বাইরে শুটিংয়ে আগ্রহী এখন। তবে দেশে অনেক সুন্দর সুন্দর লোকেশন রয়েছে। একান্ত গল্পের প্রয়োজন ছাড়া দেশেই শুটিং করা সবার জন্য ভালো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর