× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার , ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শওয়াল ১৪৪৫ হিঃ

নৌকার পক্ষে কাজ করার আহ্বান সোহ্‌রাব এমপির

বাংলারজমিন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৯ ডিসেম্বর ২০১৮, রবিবার

দলীয় মনোনয়ন না পেয়েও দলীয় নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিন। শুক্রবার রাতে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা দরগা বাজারস্থ নিজ বাসভবনে কটিয়াদী ও পাকুন্দিয়া এলাকা থেকে আগত হাজারো নেতাকর্মীদের উদ্দেশ্যে এ আহ্বান জানান তিনি। এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ। বর্তমান সংসদ সদস্য পাকুন্দিয়া ও কটিয়াদীতে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড ও দলের অঙ্গসংগঠনকে শক্তিশালী করেছেন। এছাড়াও সপ্তাহে দুই থেকে তিন দিন এলাকায় থেকে সাধারণ মানুষের পাশে থেকেছেন। এরপরও দলীয় মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছিল। এ অবস্থায় তিনি সকলকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। অ্যাডভোকেট সোহ্‌রাব উদ্দিন বলেন, ‘আমি নিজের আখের গোছানোর জন্য রাজনীতি করিনি, জনগণের কল্যাণেই আমার রাজনীতি।
সংসদ সদস্য হিসেবে এলাকার কথা সংসদে বলেছি। সপ্তাহে তিন দিন এলাকায় থেকে মানুষের আপদে-বিপদে পাশে থেকেছি। গত পাঁচ বছরে এলাকায় যে উন্নয়ন হয়েছে, তা গত ৫০ বছরেও হয়নি। তাই উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখতে শোককে শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনে আবারো নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে হবে। দলীয় মনোনয়ন না পাওয়ার বিষয়ে সোহ্‌রাব উদ্দিন বলেন, নেত্রী হয়তো আমার চেয়ে নূর মোহাম্মদকে ভালো মনে করেছেন। তাই তিনি মনোনয়ন পাননি। এসময় উপস্থিত হাজারো নেতাকর্মী সোহ্‌রাব উদ্দিনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। চণ্ডিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মো. ইব্রাহীমের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ফরিদ উদ্দিন, উপজেলা যুব মহিলালীগের সভাপতি সাহেরা আক্তার সাথী, সাধারণ সম্পাদক ললিতা আক্তার বীথি, পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল হক দেওয়ান ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এখলাছ উদ্দিন প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর