× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

নরসিংদী-৪ / দুই ভাইয়ের লড়াই

বাংলারজমিন

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা
৯ ডিসেম্বর ২০১৮, রবিবার

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দুই ভাই। আওয়ামী লীগ থেকে বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল। মনোনয়ন পাওয়া প্রার্থী দুজন সম্পর্কে আপন মামাত-ফুফাতো ভাই। তারা দুজন নিজ নিজ দলের প্রভাবশালী নেতা হিসাবে এলাকায় পরিচিতি রয়েছে। এ আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী ছিলেন একাধিক শক্তিশালী নেতা। বিএনপি থেকে প্রার্থীরা হলো- সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সমপাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল ও জেএসডি থেকে আশির দশকের ছাত্রদল নেতা সানাউল হক নীরু। আসনটিতে সর্বশেষ সরদার সাখাওয়াত হোসেন বকুলকে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরা ছিলেন অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু ও কাজী মাজাহারুল ইসলাম।
সব শেষে আওয়ামী লীগ থেকে চূড়ান্তভাবে মনোনয়ন পান এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এ আসনটিতে দুই ভাইয়ের মধ্যেই  হবে ভোটের চূড়ান্ত লড়াই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর