× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

পাকিস্তানের বিপক্ষে বাঁচা মরার লড়াই যুবাদের

খেলা

স্পোর্টস ডেস্ক
৯ ডিসেম্বর ২০১৮, রবিবার

এসিসি ইমার্জিং কাপ ক্রিকেট আসরে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। করাচির সাউদেন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। সেমিফাইনালে খেলতে হলে আজ জয়ের বিকল্প নেই সোহান বাহিনীর। ‘বি’ গ্রুপে নিজেদের শুরুর দুই ম্যাচে এক জয় ও এক হার দেখেছে বাংলাদেশ ইমার্জিং দল। সমান ২ পয়েন্ট নিয়েও বাংলাদেশকে পেছনে ঠেলে তালিকার দ্বিতীয় স্থান দখলে রেখেছে সংযুক্ত আরব আমিরাত। দুই ম্যাচে বাংলাদেশের নিট রান-০.৬৯০ আর আমিরাতের ০.৪৪৯। ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ অপেক্ষাকৃত দুর্বল দল হংকংয়ের মুখোমুখি হবে আমিরাতরা। গ্রুপে শুরুর দুই ম্যাচে জয় নিয়ে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান।
গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অঘটনের শিকার হয় বাংলাদেশ ইমার্জিং দল। সংযুক্ত আরব আমিরাতের কাছে ৯৭ রানে হার দেখে সোহান বাহিনী। তবে দ্বিতীয় ম্যাচে হংকংকে ২৮ রানে হারিয়ে সেমিফাইনালের আশা ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ওই ম্যাচে ব্যাটে-বলে চৌকস নৈপুণ্য দেখান দলের সহ-অধিনায়ক মোসাদ্দেক হোসেন। দারুণ সেঞ্চুরিতে ৮৬ বলে কাঁটায় কাঁটায় ১০০ রান করার পর বল হাতে ২৩ রানে দুই উইকেট নেন মোসাদ্দেক। যদিও ২৮৬ রানের পুঁজি নিয়েও স্বস্তি ছিল না মোসাদ্দেকদের। ২৫৮/৭ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে হংকং। ওপেনার নিজাকাত খান ৯২ ও চার নম্বর ব্যাটসম্যান বাবর হায়াত করেন ৯১ রান। আসরে দুই ম্যাচে চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। আর ওপেনার সাহিবজাহা ফারহান পেয়েছেন টানা দুই ম্যাচে সেঞ্চুরি। এবারের এসিসি ইমার্জিং টিমস কাপ টুর্নামেন্টের ‘এ’ গ্রুপ ও নকআউট পর্বের খেলাগুলো হচ্ছে শ্রীলঙ্কায়। ‘এ’ গ্রুপে স্বাগতিক দলের সঙ্গে রয়েছে ভারত, ওমান ও আফগানিস্তান।
এসিসি ইমার্জিং কাপে অংশ নিচ্ছে এশিয়ার ক্রিকেট খেলুড়ে আট দেশের অনূর্ধ্ব-২৩ দল। তবে প্রত্যেক দলে ২৩-ঊর্ধ্ব বয়সী পাঁচজন খেলোয়াড় সুযোগ পাচ্ছে। আগামী ১৩ই ডিসেম্বর কলম্বো ক্রিকেট গ্রাউন্ড ও একই নগরীর রণসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে হবে দুটি সেমিফাইনাল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনাল আগামী ১৫ই ডিসেম্বর। এসিসি ইমার্জিং টিমস কাপের এটি দ্বিতীয় আসর। ২০১৭তে এর প্রথম আসর বসে বাংলাদেশে। সেবার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা কুড়ায় শ্রীলঙ্কা। তার আগে সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হার নিয়ে স্বপ্নভঙ্গ হয় অধিনায়ক নাসির হোসেনের নেতৃত্বাধীন বাংলাদেশ ইমার্জিং দলের।

‘বি’ গ্রুপ
দল     ম্যাচ     জয়     হার     প.     নিট
পাকিস্তান     ২     ২     ০     ৪     ৩.০১৩
আমিরাত     ২     ১     ১     ২     ০.৪৪৯
বাংলাদেশ     ২     ১     ১     -    ০.৬৯
হংকং     ২     ০     ২     ০     -২.৫৩
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর