× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

পিএসজির রেকর্ডে জুভেন্টাস

খেলা

স্পোর্টস ডেস্ক
৯ ডিসেম্বর ২০১৮, রবিবার

পাঁচ দিন আগে ইউরোপের শীর্ষ পাঁচ লীগে (ইংল্যান্ড, ইতালি, স্পেন, ফ্রান্স ও জার্মানি) মৌসুমের শুরুর ১৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে সেরা সূচনার রেকর্ড গড়ে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্যারিস জায়ান্টদের রেকর্ডে ভাগ বসালো টানা সাতবারের সিরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাস। ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির মতো ১৫ ম্যাচ শেষে জুভিদের পয়েন্টও ৪৩ (১৪ জয়, ১ ড্র)। শুক্রবার নিজ মাঠে ইন্টার মিলানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ১-০ গোলের জয় কুড়ায় জুভেন্টাস। প্রথমার্ধ থাকে গোলশূন্য। ৬৬তম মিনিটে বামদিক থেকে ডিফেন্ডার জোয়াও ক্যানসেলোর ক্রস থেকে হেডে জয়সূচক গোল করেন ক্রোয়াট স্ট্রাইকার মারিও মানজুকিচ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ইন্টারও গোলের দারুণ সুযোগ পেয়েছিল। প্রথমার্ধে মিডফিল্ডার রবার্তো গ্যাগলিয়ারদিনির আড়াআড়ি শট পোস্টে লেগে ফিরে আসে।
দুই দলই ৫০% বল দখলে রাখে। গোলমুখ তাক করে মোট ১৮টি শট নেন রোনালদো-দিবালা-মানজুকিচরা। যার পাঁচটি শট ছিল অনটার্গেটে। ইন্টারের ইকার্দি-পেরিসিচদের ১২টি শটের মধ্যে মাত্র ১টি ছিল অনটার্গেটে। সিরি আ’তে নিজ মাঠে গত এপ্রিল থেকে অপরাজিত জুভেন্টাস। ম্যাচ শেষে উচ্ছ্বসিত জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রি বলেন, ‘প্রথমার্ধে ইন্টার আমাদেরকে সমস্যায় ফেলেছিল। দ্বিতীয়ার্ধে কৌশল বদলে আমরা ম্যাচে ফিরি। মানজুকিচকে বাম পাশে নিয়ে যাই। আমরা জানতাম চ্যাম্পিয়নশিপ আজই শেষ হয়ে যাবে না। কিন্তু আমাদেরকে হার এড়াতে হতো।’ পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকা ইন্টারের সঙ্গে জুভেন্টাসের ব্যবধান বেড়ে দাঁড়ালো ১৪-তে। ১৫ ম্যাচ শেষে দুইদলের পয়েন্ট যথাক্রমে ৪৩, ২৯। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর