× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কক্সবাজার-৩ /কাজলের প্রার্থিতার বিরুদ্ধে কমলের আপিল খারিজ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
৯ ডিসেম্বর ২০১৮, রবিবার

কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের তথ্য গোপনের অভিযোগে এবং মনোনয়নপত্র রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ ঘোষণার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থী সাইমুম সরওয়ার কমলের দায়েরকৃত আপিল নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে। গতকাল শুনানি শেষে কমলের দায়েরকৃত আপিলটি খারিজ করে দেয় বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এ সময় আপিলকারী ও মহাজোটের প্রার্থী সাইমুম সরওয়ার কমল নিজে নির্বাচন কমিশনে উপস্থিত ছিলেন বলে একজন আইনজীবী জানিয়েছেন। এদিকে, কক্সবাজার-৩ আসনে জতীয় ঐক্যফ্রন্টের একক প্রার্থী লুৎফুর রহমান কাজল ভোটারদের কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটবিপ্লবে অংশ নেয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। লুৎফুর রহমান কাজল বলেন, মিথ্যা তথ্য দিয়ে অথবা কূটকৌশলে তাকে নির্বাচন থেকে দূরে রাখার অপচেষ্টা চলছে। তিনি কাউকে অগণতান্ত্রিক পন্থায় ঠেকানোর চেষ্টা না করে জনতার গণরায়ের উপর আস্থা রাখার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আহ্বান জানান।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর