× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বিএফইউজে-ডিইউজে’র বিবৃতি /সাংবাদিক আবু বকরের হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
৯ ডিসেম্বর ২০১৮, রবিবার

গাজীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্থানীয় সাংবাদিক আবু বকর সিদ্দিক বাবু নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে। সংগঠনের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তারা বলেন, গাজীপুরের স্থানীয় পত্রিকা ‘অবদান’ এ অপরাধবিষয়ক সাংবাদিকতায় জড়িত আবু বকরকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে খুন করার পর ২৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও খুনিরা গ্রেপ্তার হয়নি। পুলিশ প্রশাসন এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে, যা মানা যায় না। অবিলম্বে চিহ্নত খুনি ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের দুই মেয়াদে এ নিয়ে মোট ৩৫ জন সাংবাদিক ও সংবাদকর্মী খুন হয়েছেন। দু’একটি ছাড়া বাকিগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় খুনিরা সাহস পাচ্ছে। সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করতে হবে। অন্যসব হত্যার তদন্ত ও বিচার হলেও সাংবাদিক হত্যার বিচার কেন হয় না তার জবাব সরকারকে দিতে হবে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর