× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার , ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খালেদার গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
৯ ডিসেম্বর ২০১৮, রবিবার

বিএনপির মনোনয়নবঞ্চিত নেতাদের কর্মী-সমর্থকরা গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয় ও চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। রাতে বঞ্চিত নেতাদের কর্মী-সমর্থকরা গুলশান কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। বিক্ষোভের মুখে এক পর্যায়ে দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা রাতের মতো স্থগিত রাখা হয়। গতকাল সন্ধ্যার পর থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ হামলা ও ভাঙচুর চালায় মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা।

রাত ৮টায় মাইকে মনোনয়নের চিঠি দেয়ার কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেয়ার পরও বিক্ষোভ দেখাতে থাকেন নেতা-কর্মীরা। এরপর আবার মাইকে নেতা-কর্মীদের শান্ত থাকতে বলা হয়। বলা হয় খালেদা জিয়া জেলে, তারেক রহমান দেশের বাইরে- এ অবস্থায় যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়িয়ে যাওয়ার জন্য নেতা-কর্মীদের অনুরোধ করেন। চাঁদপুর-১ আসনের আ ন ম এহসানুল হক মিলনের মনোনয়নের দাবিতে সন্ধ্যার পর থেকেই গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তার সমর্থকরা।

কয়েকশ’ নেতা-কর্মী বিক্ষোভের এক পর্যায়ে অফিসের গেটে ভাঙচুর চালায়।
কয়েকজন কর্মী ইটপাটকেল ছুড়লে পার্টি অফিসের দুই তলার জানালার কাচ ভেঙে যায়। একই সময় শামসুজ্জামান দুদু, শেরপুর-২ আসনের মনোনয়নবঞ্চিত ফাহিম চৌধুরী, গোপালগঞ্জ-১ আসনের সেলিমুজ্জামানের কর্মীরাও বিক্ষোভ করেন। এর পরই মুন্সীগঞ্জ-১ আসনে শাহ মোয়াজ্জেমকে বাদ দিয়ে আবদুল্লাহকে মনোনয়ন দেয়ার দাবিতে স্লোগান দেন সিরাজদিখানের নেতা-কর্মীরা।
এদিকে সকালে নয়াপল্টনের কার্যালয়ে তালা দেয়ার পর ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তা আবার খুলে দেয় এহসানুল হক মিলনের অনুসারীরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর