× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলাদেশের নাটক ’জিষ্ণু যারা’ কলকাতায় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে

বিনোদন

কলকাতা প্রতিনিধি
৯ ডিসেম্বর ২০১৮, রবিবার

বাংলাদেশের দর্শনার নাটকের দল ’অণির্বাণ থিয়েটার’ নাট্যোৎসবে যোগ দিতে কলকাতায় ্এসে দর্শকদের প্রশংসা ও ভালোবাসায় আপ্লুত হয়েছে। কলকাতার নাট্যমোদি দর্শকদের সামনে ’জিষ্ণু যারা’ নাটক মঞ্চায়ন এক অর্থে তাদের স্বপ্নপূরণের সামিল ছিল বলে জানিয়েছেন নাটকের নির্দেশক আনোয়ার হোসেন। কলকাতার তিন প্রান্তে অনির্বাণ থিয়েটার তিনদিনে তাদের প্রযোজনা ’জিষ্ণু যারা’ মঞ্চস্থ করেছে।  আনোয়ার হোসেনের নেতৃত্বে ৩০ সদস্যের দলটি ৬ই ডিসেম্বর দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া নাট্যমুখ-এর আয়োজনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গান্ধী ভবন মিলনায়তনে, ৭ই ডিসেম্বর উত্তর কলকাতার রবীন্দ্রনগর নাট্যায়ুধ-এর আয়োজনে দমদমের অজিতেশ মঞ্চে  এবং ৮ই ডিসেম্বর উত্তর কলকাতার পাইকপাড়ায় মোহিত মৈত্র মঞ্চে আগরপাড়া কথামালা-এর আয়োজনে  মঞ্চস্থ করেছে। কলকাতায় নাটক মঞ্চায়নের অভিজ্ঞতা নিয়ে দলের সদস্য আবু তাহের বলেছেন, আমরা কলকাতার দর্শকদের কাছ থেকে খুবই ইতিবাচক সাড়া পেয়েছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নাটকের গল্পটি ধারাবাহিকভাবে এগিয়ে গিযেছে।  এই নাটকটি আধুনিক প্রজন্মের কাছে বার্তা দেওয়ার ক্ষেত্রেও সফল।  অতি সাধারণ মঞ্চ পরিকল্পনার মাধ্যমে সেই কাজটি করার ক্ষেত্রে নির্দেশক মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। নাটকের কুশীলবরা তাদের অভিনয় দক্ষতা উজাড় করে দিতে কুণ্ঠা করেন নি। নাটকটিতে অভিনয় করেছেন খাইরুল ইসলাম, আব্দুর রহমান, মাহাবুবুর রহমান, ফেরদৌসী পারভিন পপি, আসমা হেনা চুমকি, শামীম আজাদ, মিরাজ উদ্দিন, হাসমত কবীর, সাজ্জাদ হোসেন, শফিউল আলম রাজু, জগন্নাথ কুুমার কর্মকার, আজাদুল ইসলাম মিলন, এস এম সাব্বির আলিম, ফরহাদ হোসেন টিটন, হাবিবুর রহমান ঈদু, স্বপ্না খাতুন ও আব্দুল্লা আল ফয়সাল অপু। নাটকের গল্পের সঙ্গে তাল রেখে আবহ সংগীতও যথাযথ হয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর