× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ডার্বিতে মেসির ফ্রি কিক জাদু

খেলা

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৮, সোমবার

আবারো ‘ফ্রি কিক জাদু’ দেখালেন লিওনেল মেসি। শনিবার কাতালান ডার্বিতে দাপুটে নৈপুণ্যে এসপানিওলকে তাদেরই মাঠে বিধ্বস্ত করে এফসি বার্সেলোনা। স্প্যানিশ লা লিগার ম্যাচে এসপানিওলকে ৪-০ গোলে হারায় বার্সা। এতে আসরে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখে তারা। এসপানিওলের মাঠে অসাধারণ ফ্রি কিক থেকে জোড়া গোল আদায় করেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। দুই সপ্তাহ পর খেলায় ফিরে গোল পান উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। বার্সার অপর গোলটি ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলের। একই দিন ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ ড্রতে পয়েন্ট খুইয়ে সুযোগ হারায় সেভিয়া।
আসরে ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্য ম্যাচে আলাভেসের বিপক্ষে ৩-০ গোলের জয়ে সমান ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার ম্যাচের শুরুটা ছিল মেসিরই। ম্যাচের ১৭তম মিনিটে মেসির দারুণ ফ্রি কিকের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৬৫তম মিনিটে মেসি দলের চতুর্থ গোলটিও আদায় করেন ফ্রি কিক থেকে। ২৬তম মিনিটে দেম্বেলে ও প্রথমার্ধের শেষ মিনিটে গোল পান সুয়ারেজ।
২০১৮ সালে মেসির ফ্রি কিক থেকে গোলের সংখ্যাটা দাঁড়ালো ১০-এ। ২০১৪ সালের পর মেসি ফ্রি কিক থেকে গোল করেছেন ১৯টি। এ সময় বড় অনেক ক্লাবেরও ফ্রি কিকে এত গোল নেই। ২০১৪ সালের পর ফ্রি কিকে ১৮টি গোল করেছে জুভেন্টাস (পাওলো দিবালা, মিরালেম পিয়ানিচ ও ক্রিস্টিয়ানো রোনালদো)। সমান ১৪ গোল রয়েছে রিয়াল মাদ্রিদ, এএস রোমা ও অলিম্পিক লিওঁর। সাম্পদোরিয়া, মোনাকো ও পিএসজি ১২ এবং লিভারপুল, এসি মিলান ও চেলসি করেছে ১১ গোল। ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত প্রতি বছর মেসি ফ্রি কিক থেকে গোল করেছিলেন একটি করে। পরের বছরগুলোয় প্রতিপক্ষ গোলরক্ষকেদের জন্য আতঙ্কে হয়ে ওঠে মেসির ফ্রি কিক। এসপানিওলের বিপক্ষে কাতালান ডার্বিতে ফ্রি কিকে চার গোলের কৃতিত্ব মেসির। ২০১২ ও ২০১৬-তে এসপানিওলের বিপক্ষে ফ্রি কিক থেকে একটি করে গোল পেয়েছিলেন মেসি। এস্পানিওলের বিপক্ষে সব মিলিয়ে ৩২ ম্যাচে ২৩ গোল পেলেন এ আর্জেন্টাইন ফুটবল জাদুকর। এতে মেসির রয়েছে ১১টি অ্যাসিস্টও।  

ফ্রি কিকে মেসির গোল
সাল     গোল
২০১২     ৭
২০১৩     ৩
২০১৪     ৪
২০১৫     ৪
২০১৬     ৭
২০১৭     ৫
২০১৮     ১০
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর