× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ফার্গুসনের রেকর্ড ভাঙলেন মরিনহো

খেলা

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৮, সোমবার

আগের দুই ম্যাচে পিছিয়ে পড়ে ২-২ সমতায় ফিরলেও জয় ধরা দিচ্ছিল না। অবশেষে দুর্দান্ত পারফরমেন্সে মৌসুমে নিজেদের সবচেয়ে বড় জয় পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে রোববারের ম্যাচে পয়েন্ট তালিকার তলানিতে থাকা ফুলহ্যামকে ৪-১ গোলে হারিয়ে স্বস্তির নিঃশ্বাসই ফেলে রেড ডেভিলরা। প্রিমিয়ার লীগে আগের চার ম্যাচে জয়হীন (৩ ড্র, ১ হার) ছিল ম্যানইউ। এই জয় দিয়ে ব্যক্তিগত মাইলফলকে পৌঁছান কোচ হোসে মরিনহো। প্রিমিয়ার লীগে ম্যানইউর ডাগআউটে এটি মরিনহোর ৫০তম জয়। ম্যানইউর কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকে টপকে যান এই পর্তুগিজ। ৫০তম জয় পেতে মরিনহোর লাগলো ৯২ ম্যাচ।
আর ১৯৮৬ সালে ম্যানইউর কোচের দায়িত্ব নিয়ে ১১৫তম ম্যাচে এসে জয়ের ‘হাফ সেঞ্চুরি’ পূর্ণ করেন ফার্গুসন। ম্যানইউর কোচ হিসেবে তৃতীয় মৌসুম চলছে মরিনহোর। ফুলহ্যাম ম্যাচ শেষে মরিনহো বলেন, ‘আমাদের এটা দরকার ছিল। আগের তিন ম্যাচে আমরা হারি নি। কিন্তু জিততেও পারি নি। লীগে এখন আমাদের সামনে দুইটি অ্যাওয়ে ম্যাচ (লিভারপুল ও কার্ডিফ সিটির বিপক্ষে) ও এরপর দুইটি হোম ম্যাচ (হাডার্সফিল্ড ও বোর্নমাউথ) রয়েছে। দেখা যাক, এই ম্যাচগুলো থেকে আরো বেশি পয়েন্ট পাওয়া যায় কিনা। খেলোয়াড়রা দেখিয়েছে, তারা এখনকার চেয়ে আরো ভালো একটি দল হতে পারে। যখন দলের মধ্যে ভ্রাতৃত্ব থাকবে, সবাই তাদের সর্বোচ্চতা দেবে, আরো ইতিবাচক দিক আকর্ষণ করা যাবে।’ ম্যানইউ কতটা দুর্দান্ত খেলেছে তা ফুটে ওঠে ফুলহ্যামের ডাগআউটে চতুর্থ ম্যাচ শেষ করা ক্লদিও রানিয়েরির কথায়। লেস্টার সিটিকে প্রিমিয়ার লীগ জেতানো এই ইতালিয়ান কোচ বলেন, ‘প্রথমার্ধ ছিল ১১ মেষশাবক বনাম ১১ নেকড়ের খেলা। নেকড়েরা মেষশাবকদের খেয়েছে।’ প্রথমার্ধেই ৩-০ গোলে লিড নেয় ম্যানইউ। গোল তিনটি করেন অ্যাশলে ইয়াং, হুয়ান মাতা ও মার্কাস রাশফোর্ড। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেন ফুলহ্যামের ফ্রেঞ্চ স্ট্রাইকার আবুবকর কামারা। পরের মিনিটেই মিডফিল্ডার জাম্বো অ্যাঙ্গুইসার দ্বিতীয় হলুদ কার্ডে দশজনের দলে পরিণত হয় ফুলহ্যাম। ৮২ মিনিটে দলের চতুর্থ গোল করেন ম্যানইউর ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। ম্যানইউর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯৯৭ মিনিটের গোলখরা কাটান বেলজিয়ান স্ট্রাইকার লুকাকু। আর আর্সেনালের বিপক্ষে আগের ম্যাচে বদলি হিসেবে নামলেও ফুলহ্যামের বিপক্ষে সাইডবেঞ্চেই সময় কাটে পল পগবার। এই জয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠে আসে ম্যানইউ। ১৬ ম্যাচে ৭ জয়, ৫ ড্র ও ৪ হারে তাদের সংগ্রহ ২৬ পয়েন্ট।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর