× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পঞ্চমবারের মতো মিরাজের শিকার হেটমায়ার

খেলা

স্পোর্টস রিপোর্টার
১০ ডিসেম্বর ২০১৮, সোমবার

উইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পথে দুই টেস্টেই ব্যাটে বলে সমান নৈপুণ্য দেখান মেহেদী হাসান মিরাজ। হোয়াইট ওয়াশের সিরিজে বড় ভূমিকা রাখেন এই অলরাউন্ডার। দুই টেস্টের চার ইনিংসেই ভয়ঙ্কর হয়ে ওঠা শিমরন হেটমায়ারকে আউট করেন মিরাজ।
মিরাজকে দেখলেই যেন স্নায়ুচাপ বেড়ে যায় শিমরন হেটমায়ারের। মারবেন নাকি খেলবেন, ভাবতে ভাবতেই সময় শেষ। টেস্ট সিরিজের মতো গতকাল মিরপুরেও দেখা গেল একই চিত্র। প্রতি ইনিংসেই ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি, প্রতিবারই পরাস্ত মিরাজের কাছে। এবার অবশ্য ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই হেটমায়ারকে সাজঘরের পথ দেখিয়ে দিয়েছেন মিরাজ।
পরিষ্কার বোল্ড আউটে। সবমিলিয়ে, টানা পাঁচ ইনিংসে (টেস্টে ৪ আর ওয়ানডেতে ১) মিরাজের ঘূর্ণিতে বিদায় নেন হেটমায়ার। মিরাজ যেন তার কাছে এক গোলক ধাঁধার নাম! মিরাজ অবশ্য টেস্ট সিরিজ শেষেই এই সাফল্যের রহস্যের কথা বলেছিলেন। কেন হেটমায়ারকে এতটা বুঝতে পারেন তিনি। এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেছিলেন, ‘ওর বিপক্ষে আমি অনেক ম্যাচ খেলেছি। দুটো যুব বিশ্বকাপে খেলেছি, এখন জাতীয় দলেও খেলছি। ওর সম্পর্কে অনেক কিছুই আমার জানা। তাই ওর বিপক্ষে পরিকল্পনা করা সহজ হয়েছে আমার জন্য। ‘কী পরিকল্পনা, সেটা কিন্তু খোলাসা করেননি মিরাজ।
একাদশে চার ওপেনার
এশিয়া কাপের ফাইনালে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ওপেনার লিটন কুমার দাস। তামিমের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে সিরিজে লিটনের সঙ্গী হিসেবে দারুণ খেলেছিলেন ইমরুল কায়েস। তিন ম্যাচের দুটিতেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই বাঁ-হাতি ওপেনার। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে দলে ফিরে ম্যাচ সেরা এক ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার। এমনিতেই এই তিন ওপেনারকে নিয়ে মধুর সমস্যায় ছিল নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে সেই চাপ বাড়িয়ে দেন তামিম ইকবাল। বিকেএসপির ওই প্রস্তুতি ম্যাচে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছিলেন সৌম্য সরকারও। এই চার ওপেনার থেকে প্রথম ওয়ানডে ম্যাচে কাকে রেখে কাকে খেলাবেন তা ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে খোলাসা করেননি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে একটা ধারণা দিয়েছিলেন ফর্মে থাকা চার ওপেনার তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার ও লিটন দাসকে নিয়ে হতে পারে অনেক কিছুই। কিন্তু তাই বলে যে চারজনই সুযোগ পেয়ে যাবেন প্রথম একাদশে- এমনটা হয়তো ভাবেননি কেউই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সেটিই করলো বাংলাদেশ দল। দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের সঙ্গে একাদশে রাখা হয় সৌম্য সরকার ও লিটন দাসকেও।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর