× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ঢাকায় মনোনয়ন প্রত্যাহার করলেন যারা-

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১০ ডিসেম্বর ২০১৮, সোমবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের দিনে বিভিন্ন রাজনৈতিক দলের ২৩ জন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। গতকাল রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা প্রার্থিতা প্রত্যাহার করেন। সকাল সাড়ে ৯টা থেকে এ কার্যক্রম চলে বিকাল ৫টা পর্যন্ত। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও অনেক প্রার্থীই তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি। বিকালে প্রত্যাহার কার্যক্রম শেষে ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আজম আলী জানান, যারা এখনও প্রার্থিতা প্রত্যাহার করেননি, তাদের নামে দলের মনোনয়নের কোনো চিঠি পাওয়া না গেলে ‘অটোমেটিক্যালি’ প্রত্যাহার হয়ে যাবে। ঢাকা-৬ থেকে ২০ আসনের প্রার্থিতা প্রত্যাহারের দপ্তর ছিল সেগুন বাগিচার এই বিভাগীয় কমিশনারের কার্যালয়। এই ১৫টি আসনে নির্বাচনের জন্য ১৭১ জন মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে মাত্র ২৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেন।


কেএম আলী আজম বলেন, ১৫ আসনে প্রতীক বরাদ্দের জন্য আমরা মোট ২৮টি দলীয় চিঠি পেয়েছি। যেসব প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন, আওয়ামী লীগের ঢাকা-৭ আসনের  আবুল হাসনাত, একই আসনের মনোনীত প্রার্থী ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। অন্যদিকে বিএনপি’র ঢাকা-৫ আসনের সেলিম ভূঁইয়া, ঢাকা-৪ আসনের তানভীর আহমেদ, ঢাকা-৯ আসনের হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-১২ আসনের আনোয়ারুজ্জামান ও ঢাকা-১৮ থেকে মনোনীত প্রার্থী এমএ আখতার হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া জেএসডি’র ঢাকা-৬ আসনের কাজী সেলিনা সুলতানা, ঢাকা-১৭ আসনের নজরুল ইসলাম, ঢাকা-১২ আসনের মজিবুর রহমান ও ঢাকা-১৫ আসনের শামসুল ইসলাম দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান। প্রার্থিতা প্রত্যাহার করতে সেগুন বাগিচাস্থ রিটার্নিং কার্যালয়ে হাজির হন জাতীয় পার্টি ঢাকা-৮ আসনের প্রার্থী মিনি খান, বিকল্পধারা ঢাকা-১৭ আসনের মাহী বি. চৌধুরী, গণফোরামের ঢাকা-১৮ আসনের মেজর মো. আমছা আমিন  ও ঢাকা-১৭ আসনের প্রার্থী মাসুম মো. মহসীন। আরো যারা প্রার্থিতা প্রত্যাহার করেন- খেলাফত মজলিসের ঢাকা-১৮ আসনের সাইফুদ্দিন আহমদ, ঢাকা-৮ আসনের  এমএ ইউসুফ,  ঢাকা-১৭’র স্বতন্ত্র প্রার্থী ওয়াকিল উদ্দিন, বিএনএফ-এর মেহেদী মাসুদ (ঢাকা-১১), ঢাকা-১৮’র শেখ সাহিদুজ্জামান, জেএসডি’র কালাম কামাল উদ্দিন (ঢাকা-১৪) এবং  ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী এসএম শাহাদাত (ঢাকা-১৮)। এছাড়াও প্রতীক বরাদ্দের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চিঠি দিয়েছেন ঢাকা-১৭ আসনের (ধানের শীষ) আন্দালিব রহমান পার্থ, ঢাকা-১৬ আসনে (কোদাল) বাসদ-মার্ক্সবাদীর প্রার্থী নাঈমা খালেদ মনিকা, ঢাকা-৬ আসনে সুব্রত চৌধুরী (ধানের শীষ), ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা (লাঙ্গল), ঢাকা-১৪ এসএ সিদ্দিক সাজু (ধানের শীষ), ঢাকা-১৭ হুসেইন মুহম্মদ এরশাদসহ (লাঙ্গল) মোট ২৮ প্রার্থী।

গত ২৮শে নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে রাজনৈতিক দলগুলো থেকে জমা পড়ে মোট ২ হাজার ৫৬৭টি ও স্বতন্ত্র প্রার্থীদের ৪৯৮টি মনোনয়নপত্র। জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাতিল হওয়া ২৪৩ জন তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার প্রার্থিতা ফেরত পাননি। দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তিন আসনেই তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন তিনি। আজ সে রিটের শুনানি হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর