× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মন্ত্রীর বদলে হজ চুক্তি করতে যাচ্ছেন ধর্ম সচিব

শেষের পাতা

বিশেষ প্রতিনিধি
৯ ডিসেম্বর ২০১৮, রবিবার

টেকনোক্র্যাট কোটার মন্ত্রীর দায়িত্ব পালনকারী ধর্মমন্ত্রী পদে থাকছেন না অধ্যক্ষ মতিউর রহমান। এজন্য বাংলাদেশ-সৌদি আরব দ্বিপক্ষীয় হজ চুক্তি করতে  সৌদি আরবে যাচ্ছেন ধর্ম সচিব মো. আনিছুর রহমান। তার নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল আগামী ১১ই ডিসেম্বর থেকে ২০শে ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব অবস্থান করবেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এএম মোসাদ্দেক আহমেদ, হজ অফিস, ঢাকার পরিচালক মো. সাইফুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের সিস্টেমস অ্যানালিস্ট মো. সাইফুল ইসলাম ও বিজনেস অটোমেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম। ১৩ই ডিসেম্বর হজ চুক্তি সম্পাদিত হওয়ার কথা রয়েছে। গতকাল ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব এসএম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সপরিবারে হজ চুক্তি করতে যাওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতেও সায় মেলেনি। এরপর লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রতীক বরাদ্দের পর টেকনোক্র্যাট কোটার মন্ত্রীরা আর মন্ত্রী থাকবেন না।
এ কারণে তাকে (ধর্মমন্ত্রী) পাঠানো যাচ্ছে না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর