× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

নৌকা-ধানের শীষের স্লোগানে মুখর মানিকগঞ্জ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার

প্রতীক বরাদ্দের পরপরই স্লোগান আর স্লোগানে মুখর হয়ে উঠে মানিকগঞ্জ জেলা শহর। জেলা শহরসহ সর্বত্রই বিরাজ করছে উৎসবের আমেজ। সোমবার বেলা ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম ফেরদৌস তার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের কাজ শুরু করেন। জেলার তিনটি আসনে মোট ১৬ জন প্রার্থীর মাঝে এই প্রতীক তুলে দেয়া হয়। এর মধ্যে তিনটি আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী সেখানে উপস্থিত ছিলেন না। তাদের পক্ষে দলীয় নেতৃবৃন্দের হাতে প্রতীক তুলে দেয়া হয়। তবে তিনটি আসনের মধ্যে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খান রিতা ও মানিকগঞ্জ-১ আসনে এসএ কবীর জিন্নাহ সশরীরে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে যান। মানিকগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী মইনুল ইসলাম খান শান্তর পক্ষে জেলা বিএনপি নেতারা প্রতীক নেন।
মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বেলা  পৌনে ১২টার দিকে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রতীক নিতে আসেন। জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম ফেরদৌস ১২টার দিকে তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন। এসময়  অপেক্ষমাণ বিএনপি নেতাকর্মীরা জেলা প্রশাসকের ভবন চত্বরে অবস্থান করছিলেন। পরে আফরোজা খান রিতাকে নিয়ে নেতাকর্মীরা কোর্ট এলাকায় মিছিল করেছে। এসময় ধানের শীষ স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা।

 একই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনের পক্ষে  দলীয় নেতাকর্মীরা মিছিল করে। এ ছাড়া মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ এম নাঈমুর রহমান দুর্জয় ও মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মমতাজ বেগমের পক্ষে দলীয় নেতাকর্মীরা প্রতীক পাওয়ার পর থেকেই প্রচারণা শুরু করেন।
 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর