× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্যবসায়ী তারকারা

বিনোদন

গ্রন্থনা : বিনোদন বিভাগ
১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার

ব্যবসায়িক পরিবার থেকে এসে যারা তারকা হয়ে উঠেছেন তারা পারিবারিক সূত্রে আগে থেকেই ব্যবসায়ী। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন চিত্রনায়ক আলমগীর। চলচ্চিত্রের একসময়ে সাড়া জাগানো এ সুপারস্টার পারিবারিকভাবেই পোশাক শিল্প ব্যবসার সঙ্গে জড়িত। তাই একসময়ে নিজের চলচ্চিত্র থেকে কিছুটা অবসর যাপন করে ব্যবসার দিকেই মনোযোগ দিয়েছেন তিনি। রাজধানীর মিরপুর ও সাভারে একাধিক গার্মেন্ট ফ্যাক্টরি রয়েছে তার। ঢাকাই চলচ্চিত্রের লাঠিয়াল নামে পরিচিতি পাওয়া নায়ক ফারুকও ব্যস্ত রয়েছেন পোশাক শিল্পের ব্যবসা নিয়ে। বর্তমানে ব্যবসার কারণেই অভিনয়ে কম উপস্থিতি এ তারকার। ঢাকাই ছবির বর্তমানের আলোচিত নায়ক অনন্ত জলিল।
মূলত নায়ক পরিচয়ের আগে ব্যবসায়ী পরিচয়টাই তার প্রধান। গার্মেন্ট শিল্পপ্রতিষ্ঠান এজিআই গ্রুপের মালিক তিনি। দেশ-বিদেশে একাধিক ব্যবসা রয়েছে তার। ব্যবসায়িক অবদানের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিআইপিও নির্বাচিত হয়েছেন এ তারকা। দুরবিন ব্যান্ডের ভোকাল শহীদ আগে থেকেই পারিবারিক সূত্রে ব্যবসায়ী। ‘ওয়েল ফুড’ নামে রাজধানীসহ সারা দেশে ফাস্টফুড ও বেকারির ব্যবসা রয়েছে তার। তবে তারকাদের মধ্যে এখন যারা ব্যবসার প্রতি ঝুঁকছেন বা এরই মধ্যে ব্যবসা শুরু করছেন তাদের মধ্যে বেশিরভাগই রেস্টুরেন্ট ও বুটিক ব্যবসা খুলতে আগ্রহী হচ্ছেন। বিগত কয়েক বছরে বেশ কয়েকজন তারকা সেলিব্রেটি খুলে বসেছেন রেস্টুরেন্ট ব্যবসা। সংগীতশিল্পী হাবিব তার ধানমণ্ডির পৈতৃক বাড়িতে দিয়েছেন ‘কাবাব অন সেভেন’ নামে একটি রেস্টুরেন্ট। যেখানে খাবার গ্রহণের পাশাপাশি সংগীত শোনারও ব্যবস্থা রয়েছে। নায়করাজের দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট বাবার মতো চলচ্চিত্রে খুব একটা জোরালো অবস্থান তৈরি করতে পারেননি, তাই ব্যবসার দিকে মনোযোগী হয়েছেন এ দুই ভাই। খুলে বসেছেন বায়িং হাউজের ব্যবসা। একসময়ের জনপ্রিয় জুটি ওমর সানী ও মৌসুমী দম্পতিও ব্যবসায় মনোযোগ বাড়িয়েছেন ক’বছর হলো। রাজধানীর বসুন্ধরা শপিংমলে একটি ফ্যাশন হাউজের মাধ্যমে ব্যবসার সূচনা করেছেন তারা। এ ছাড়া উত্তরায় একটি রেস্টুরেন্টও চালু করেছেন। টিভি অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন ঈশিতা। কিন্তু চাহিদা থাকা সত্ত্বেও হঠাৎ করেই অভিনয় কমিয়ে দিয়ে ব্যবসা শুরু করেছেন তিনি। মহাখালীতে ‘হোয়াই নট’ নামে একটি রেস্টুরেন্ট ব্যবসা চালাচ্ছেন এ অভিনেত্রী। বনানীতে ‘পান তো’ নামের একটি চায়নিজ ও জাপানিজ খাবারের রেস্টুরেন্ট গড়ে তুলেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। আপাতত এটি ঘিরেই বাড়ছে তার ব্যস্ততা। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি ‘বিলবোর্ড’ ব্যবসা রয়েছে অভিনেতা মাহফুজ আহমেদের। অভিনেতা তৌকীর আহমেদের রয়েছে ‘নক্ষত্রবাড়ি’ নামে একটি রিসোর্টের ব্যবসা। যেটি গাজীপুরে অবস্থিত। বিয়ের পরই ব্যবসায় নামেন নওশিন-হিল্লোল দম্পতি। বনানীতে ‘সিগনেচার’ নামে একটি ফ্যাশন হাউজ খুলেন তারা। তবে ব্যবসাটি বেশিদূর এগিয়ে নিতে পারেননি তারা। কিছু দিন যেতে না যেতেই বন্ধ করে দেন সিগনেচার। বর্তমানে অনলাইন ভিডিও পোর্টাল ‘থার্ডবেল’র ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন দু’জনই। এ ছাড়াও ব্যবসায়ীদের তালিকায় নাম লিখিয়েছেন বাংলা ছবির দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও নিপুণ। ‘এপিএস লেডিস ফিটনেস ক্লাব’ নামে গুলশানের নিকেতনে একটি জিম সেন্টার দিয়েছেন অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি অবসর সময়টা এখানেই ব্যয় করেন এ নায়িকা। নারীদের রূপচর্চাবিষয়ক ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচিতি করে তুলছেন চিত্রনায়িকা নিপুণ। চলচ্চিত্রে এসেছেন বেশিদিন হয়নি চিত্র নায়িকা মাহিয়া মাহী। এর মধ্যেই যেন তারকা বনে গেছেন তিনি। বর্তমানে অভিনয়ের ব্যস্ততা কম থাকায় ব্যবসার প্রতিও মনোযোগ দিয়েছেন তরুণ প্রজন্মের এ অভিনেত্রী। প্রযোজনা প্রতিষ্ঠান ‘স্করপিয়ন’র পাশাপাশি একটি ফ্যাশন হাউজের মালিকও তিনি। ফারুক আহমেদ জনপ্রিয় টিভি অভিনেতা। অভিনয়ের পাশাপাশি তিনি গ্রামীণ পোশাকের কাপড়ের একটি এক্সক্লুসিভ ফ্যাশন হাউজ প্রতিষ্ঠা করেন মিরপুরে। কন্ঠশিল্পী নাসির সম্প্রতি একটি রেস্তরাঁ দিয়েছেন জিগাতলায়। এর নাম ‘ভোজনবাড়ি রেস্তরাঁ’।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর