× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বিএনপি প্রার্থী গউছ / ‘সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে প্রশাসন ব্যর্থ’

এক্সক্লুসিভ

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার

হবিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ জি কে গউছ বলেছেন, হবিগঞ্জে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন ব্যর্থ হয়েছে। এখনও স্থানীয় এমপি ও নৌকার প্রার্থী মো. আবু জাহির পুলিশ প্রটোকল নিয়ে নির্বাচনী মাঠে ঘুরে বেড়াচ্ছেন। কোন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই পুলিশ বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। বিএনপির নির্বাচনী সভাগুলোতে গোয়েন্দা পুলিশ গিয়ে বক্তাদের নাম ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। বিষয়টি লিখিতভাবে হবিগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসককে অবহিত করা হলেও কার্যত কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। প্রশাসনের কাছ থেকে আমরা ন্যায় বিচার পাচ্ছি না। এমতাবস্থায় হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ব্যাহত হলে দায়ভার প্রশাসনকেই নিতে হবে।
তিনি সোমবার সকাল সাড়ে ১১টায় বিএনপির কার্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, কোন মামলার আসামি না হওয়া সত্ত্বেও লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুল্লাহ বাহার, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, লাখাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা এস আর তালুকদার শাহানুর ও লাখাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাউছ আহমেদ, লাখাই ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, যুবদল নেতা শফিকুল ইসলাম, বাদশা মিয়া, রিপন মিয়া, ব্রাহ্মণডোরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু তাহের, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বারিক মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি ইলিয়াছ মিয়া, কৃষকদল নেতা সারওয়ার আলম পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালত জামিন দিলেও জেলগেটে আবারও ডিবি পুলিশ গ্রেপ্তার করে অন্য মামলায় কারাগারে প্রেরণ করছে। বিএনপি প্রত্যাশা করে, পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন করতে সহায়ক ভূমিকা পালন করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, গোলাম মোস্তাফ রফিক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, হবিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।
শায়েস্তাগঞ্জে উঠান বৈঠকে গউছ
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, শায়েস্তাগঞ্জ উপজেলার নিজামপুর ইউনিয়নে হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জি কে গউছ বলেছেন, ধানের শীষকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির পথ সুগম করুন। মানুষের একটি ভোটই পারে খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে। তিনি গত শনিবার রাতে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের ফকিরাবাদ সাহেব বাড়ী প্রাঙ্গণে এক উঠান বৈঠকে এসব কথা বলেন। জি কে গউছ বলেন, দেশে আইনের শাসন নেই। সম্পূর্ণ মিথ্যা অভিযোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। তাই গণআন্দোলন ছাড়া বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর