× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ফরিদগঞ্জে বিএনপির মিছিল পণ্ড, আটক ২

বাংলারজমিন

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার

ফরিদগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থীর মিছিল পুলিশ লাঠিচার্জ করে পণ্ড করে দিয়েছে। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। দু’পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আরিফ পাটওয়ারীসহ বিএনপির ৩ জনকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ও আটকদের সবার নাম জানা যায়নি। গতকাল বিকাল ৫টায় এ ঘটনা ঘটেছে ফরিদগঞ্জ বাজারে। ঘটনার সময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীগণ দোকানপাট বন্ধ করে দেয়।
এ ব্যাপারে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিএনপি প্রার্থী এমএ হান্নানের নেতৃত্বে স্থানীয় বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে ফরিদগঞ্জ বাজার প্রদক্ষিণ করছিল। এ সময় পুলিশ অতর্কিতে মিছিলের ওপর লাঠিচার্জ করে ও বেধড়ক পেটায়। মুহূর্তে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় ও মিছিলে আগত নেতাকর্মী-সমর্থকরা দৌড়ে পালিয়ে যায়। একপর্যায়ে কিছু সংখ্যক নেতাকর্মী সমর্থক মিলিত হয়ে ঘুরে দাঁড়ালে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রার্থী এমএ হান্নান বলেছেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে লাঠিচার্জ করেছে। আমি সামনেই ছিলাম। কিন্তু, কি কারণে পুলিশ এ লাঠিচার্জ করলো ও পিটিয়ে আহত করলো বুঝতে পারলাম না। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের প্রার্থী সফিকুর রহমান আমার দু’ঘণ্টা পূর্বে মিছিল করে গেছে। তাদের বাধা দেয়া হয়নি। অথচ, আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করলো। তিনি এ ব্যাপারে সিইসি কর্তৃক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে, ফরিদগঞ্জ থানা পুলিশের ওসি হারুনুর রশিদ জানান, বাজার ব্যবসায়ী ও জনগণের নিরাপত্তার স্বার্থে আমরা রাস্তায় দায়িত্ব পালন করছিলাম। এমএ হান্নানের নেতৃত্বে আগত একটি মিছিল থেকে আমাদের পুলিশ বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। তখন জননিরাপত্তার স্বার্থে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। তিনি চারজন পুলিশ সদস্য আহত হবার কথা জানান। তবে, তাৎক্ষণিক আহতদের নাম জানাননি। সূত্রে জানা গেছে, এ ব্যাপারে মামলা দায়ের হতে পারে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর