× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

মাজার জিয়ারতের মাধ্যমে মুক্তাদিরের নির্বাচনী প্রচারণা শুরু

এক্সক্লুসিভ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার

ওলিকূল শিরোমনি হযরত শাহ্‌জালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার সকাল ১১টায় বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে তিনি মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারতের পর দরগা গেইটে সমবেত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। তারপরও মহান আল্লাহ্‌র ওপর ভরসা করে সিলেটের আপামর জনতার উপর আস্থা রেখে নির্বাচনে এসেছি। ইনশাআল্লাহ্‌ আমাদের বিজয় সুনিশ্চিত। গণতন্ত্র এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় একাত্ম হয়ে কাজ করার জন্য নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান খন্দকার আবদুল মুক্তাদির। জনগণ পরিবর্তন চায় উল্লেখ করে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, আওয়ামী দুঃশাসনের কবল থেকে সাধারণ জনগণ মুক্তি চায়। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে এবং এম. সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে হতে হবে।
মাজার জিয়ারতকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপি’র সহ-সভাপতি জিয়াউল গণি আরেফীন জিল্লুর, হুমায়ুন কবির শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখ্‌ত চৌধুরী সাদেক, সাংগঠনিক সম্পাদক, মাহবুব চৌধুরী, ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, বিএনপি নেতা আজির উদ্দিন চেয়ারম্যান, একেএম তারেক কালাম, আবদুুস শহীদ চেয়ারম্যান, ইলিয়াস আলী মেম্বার, বদরুন নূর সায়েক, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক জিয়াউল হক জিয়া, আমির হোসেন, ২৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সৈয়দ বাবলু, ওয়ারিস আলী, নজিবুর রহমান নজিব, নূরুল আলম সিদ্দিকী খালেদ, সিদ্দিকুর রহমান পাপলু, আনোয়ার হোসেন মানিক, আজিজ হোসেন, আ ফ ম কামাল, সাঈদ আহমদ, জিয়াউর রহমান দীপন, ইসলাম উদ্দিন, রফিকুল ইসলাম,  সুদীপ জ্যোতি এ্যাশ, ফজলে রাব্বী আহসান প্রমুখ। মাজার জিয়ারতের পর খন্দকার আবদুল মুক্তাদির দরগাহ গেইট থেকে শুরু করে নগরীর বন্দরবাজারস্থ সুরমা মার্কেট পর্যন্ত সর্বস্তরের জনগণের মধ্যে গণসংযোগ করেন। গণসংযোগকালে ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে উচ্ছ্বাস এবং সমর্থন লক্ষ্য করা যায়। এর আগে সকালে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে নির্বাচনের প্রতীক সংগ্রহ করেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর