× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

মাদ্রিদে ‘আর্জেন্টাইন দ্বৈরথে’ জয় রিভারপ্লেটের

খেলা

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার

বোকা জুনিয়র্সের টিম বাসে আক্রমণ করে কোপা লিবার্তোদোরেস টুর্নামেন্টের ফাইনালের দ্বিতীয় লেগ পণ্ড করে দেয় রিভারপ্লেট সমর্থকরা। দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের ‘চ্যাম্পিয়ন্স লীগ’ খ্যাত আসরের ফাইনালের দুইবার তারিখ বদলানোর পরও সমর্থকদের মধ্যে উত্তেজনার জেরে প্রথমবার মহাদেশের বাইরে চলে যায় ম্যাচের ভেন্যু। বুয়েন্স আয়ার্স থেকে ৬ হাজার মাইল দূরে স্পেনের রাজধানী মাদ্রিদে শিরোপা লড়াইয়ে এতটুকু উত্তেজনা কমেনি। রিয়াল মাদ্রিদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে সেই আগুনে লড়াইয়ে পিছিয়ে পড়েও শিরোপা উৎসব করে রিভারপ্লেট। রোববার আর্জেন্টিনার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ ম্যাচ উপভোগ করেন ৬২ হাজার দর্শক। অতিরিক্তি সময়ে গড়ানো ‘সুপারক্লাসিকো’তে ৩-১ গোলের (৫-৩ অ্যাগ্রিগেট) জয় কুড়ায় রিভারপ্লেট। কোপা লিবার্তোদোরেসের ৫৮ বছরের ইতিহাসে এই প্রথম আর্জেন্টিনার দুই ক্লাব মুখোমুখি হয় ফাইনালে। বোকা জুনিয়র্সের মাঠে প্রথম লেগ শেষ হয় ২-২ গোলের সমতায়।
বাসে হামলার শিকার কার্লোস তেভেজ এ ম্যাচে ছিলেন না। বার্নাব্যুতে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল রিভারপ্লেট। তবে প্রথমার্ধের ৪৪ মিনিটে স্ট্রাইবার দারিও বেনেদিত্তোর গোলে প্রথমে লিড নেয় বোকা জুনিয়র্স। ৬৮ মিনিটে রিভারপ্লেটকে সমতায় ফেরান আরেক আর্জেন্টাইন স্ট্রাইকার লুকাস প্রাতো। দুই লেগ মিলিয়ে নির্ধারিত ৯০ মিনিটে ফলাফল ৩-৩ থাকায় ম্যাচ গড়ার অতিরিক্ত সময়ে। ৯২ মিনিটে কলম্বিয়ান মিডফিল্ডার উইলমার ব্যারিওসের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় বোকা জুনিয়র্স। আর এই সুযোগে দুই গোল করে রিভারপ্লেটের শিরোপা নিশ্চিত করেন কলম্বিয়ান মিডফিল্ডার হুয়ান ফার্নান্দো কুইন্তেরো ও আর্জেন্টাইন প্লে-মেকার গঞ্জালো মার্টিনেজ। ১০৯ মিনিট ও ইনজুরি সময়ের গোলে কপাল পুড়ে বোকা জুনিয়র্সের। ৬৭% বল দখলে রেখে ১৮টি শট নেয় রিভারপ্লেট। যার ৬টি ছিল অনটার্গেটে। বোকার ১৪ শটের ৩টি ছিল অনটার্গেটে। কোপা লিবার্তাদোরেসে এটি রিভারপ্লেটের চতুর্থ শিরোপা। সর্বাধিক ৭ বার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তে। ৬ বার মহাদেশীয় ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট জেতে বোকা জুনিয়র্স।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর